ফল সেমিস্টারেও স্টুডেন্ট অ্যাসিসটেন্ট ফান্ড চলমান রাখছে ব্র্যাক ইউনিভার্সিটি

০৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:০০ PM
শিক্ষার্থী ও ব্র্যাক ইউনিভার্সিটি লোগো

শিক্ষার্থী ও ব্র্যাক ইউনিভার্সিটি লোগো © ফাইল ফটো

চলমান করোনা মহামারিতে শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা করতে টানা পঞ্চম সেমিস্টারেও ‘স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড’ চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। করোনা সংকট মোকাবেলায় তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে সামার-২০২০ সেমিস্টারে গ্রহণকৃত এই উদ্যোগ শিক্ষার্থীদের সহায়তা ও প্রেরণার গুরুত্বপূর্ণ উৎস হয়ে ওঠায় ফল-২০২১ সেমিস্টারেও এই সহায়তা তহবিল চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা মহামারির বর্তমান পরিস্থিতি এবং মানুষের আর্থ-সামাজিক অবস্থার ওপর এর প্রভাব অনুধাবন করে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ভিনসেন্ট চ্যাং। শিক্ষার্থীদের সমস্যা বিবেচনায় নিয়ে, সর্বোপরি তাদের কল্যাণ সাধনের বিষয়ে ব্র্যাক ইউনিভার্সিটির অঙ্গীকারের প্রতি গুরুত্বারোপ করেছেন তিনি। স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড চলমান রাখার বিষয়ে প্রফেসর চ্যাং বলেন, শিক্ষার্থীদেরকে আমাদের সকল উদ্যোগ ও প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রাখতে আমরা প্রতিশ্রæতবদ্ধ এবং সংকটময় পরিস্থিতিতে তাদের পাশে থাকতে আমরা আমাদের সবোর্চ্চ চেষ্টাটাই করবো।"

ফল-২০২১ সেমিস্টারেও আগের সেমিস্টারগুলোর মতো অর্থ সহায়তা পেতে পারেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। প্রত্যেক শিক্ষার্থী ১০০% নন-টিউশন ফি ওয়েভার এবং ১০% টিউশন ফি ওয়েভার পাবেন। এছাড়াও, সীমিত সংখ্যক আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থী প্রয়োজনের ভিত্তিতে ১৫% থেকে ১০০% টিউশন ফি ওয়েভার পেতে পারেন। চলমান মহামারিতে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের জন্য কয়েক দফায় ফি পরিশোধের সুযোগও রাখছে ব্র্যাক ইউনিভার্সিটি।

প্রসঙ্গত, গত চার সেমিস্টারে শিক্ষার্থীদের মোট ৯৩ কোটি টাকার (প্রায় ১১ মিলিয়ন মার্কিন ডলার) অর্থ সহায়তা ও স্কলারশিপ প্রদান করেছে ব্র্যাক ইউনিভার্সিটি।

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬