পুন্ড্র বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে সহযোগিতা কামনা ভিসির

মতবিনিময় সভা
মতবিনিময় সভা  © টিডিসি ফটো

পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কর্মরত শিক্ষকদের সঙ্গে স্বাস্থবিধি মেনে নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো: মোজাফফর হোসেন মতবিনিময় সভা করেন। সভায় উপাচার্য বলেন, একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় আইসিটি বিষয়ে দক্ষতা বৃদ্ধি করতে হবে। পুন্ড্র বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে তিনি  বিশ্ববিদ্যালয়কে ভালমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় সম্মানিত অতিথি হিসেবে শিক্ষকগণের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটা: ডা. মো. মতিউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএর প্রফেসর ও বিওটির সদস্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনসার আলী তালুকদার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহম্মদ চিশতী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. আলাউদ্দিন।


সর্বশেষ সংবাদ