নায়েবসহ জামায়াতের ১০ নেতার বিরুদ্ধে আইআইইউসির টাকা আত্মসাতের মামলা

০৭ আগস্ট ২০২১, ০৩:৫৭ PM

© টিডিসি ছবি

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বেতন এবং প্রভিডেন্ট ফান্ড থেকে নেয়া টাকা আত্মসাতের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আ ন ম মুহাম্মাদ শামশুল ইসলামসহ ১০ জনের নামে মামলা হয়েছে। শুক্রবার (৬ ‍আগস্ট) ১৪ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার টাকা আত্মাসাতের অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানায় এ মামলা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. হুমায়ন কবির।

শামশুল ইসলাম ছাড়া অন্য আসামিরা হলেন, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, মোহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক আব্দুল হামিদ চৌধুরী, অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দিন, অধ্যাপক আলী আজাদী, তফিকুর রহমান, কামাল উদ্দীন, প্রফেসর মাহাবুবুর রহমান ও আব্দুল খালেক।

মামলায় বলা হয়েছে, আইআইইউসির ৫৫০ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড থেকে নেয়া ঋণের টাকা আদায় করে তা অ্যাকাউন্টে জমা না করে আসামিরা পরস্পরের যোগসাজশে ২০১৭-১৮ অর্থবছর থেকে ২০২০-২১ এর মধ্যে উক্ত টাকা আত্মাসত করেছেন, যা অডিট প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এতে আরো বলা হয়, আসামিরা যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর বিদেশে থাকা বেয়াই ও শামশুল ইসলামের ছেলের মাধ্যমে টাকাগুলো বিদেশে পাচার করে থাকতে পারেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। টাকা আসামিদের আত্মীয়স্বজনের মাধ্যমে বিদেশে পাচার হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬