'বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ আইন পরিপন্থী ও অগ্রহণযোগ্য'

২৮ জুন ২০২১, ০৮:০৭ PM
 ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: বর্তমান বাস্তবতা’ শীর্ষক অনলাইন আলোচনা অনুষ্ঠান

‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: বর্তমান বাস্তবতা’ শীর্ষক অনলাইন আলোচনা অনুষ্ঠান © প্রতীকি ছবি

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ আইন পরিপন্থী বলে ও একেবারেই গ্রহনযোগ্য নয়। আজ সোমবার (২৮ জুন) বিকাল ৪টায় প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশন্স অফিসার’স অ্যাসোসিয়েশনস (পুপরোয়া) উদ্যোগে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: বর্তমান বাস্তবতা’ শীর্ষক অনলাইন আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবতি বাজটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত আয়ের উপর ১৫ শতাংশ হারে আয়কর আরোপের প্রস্তাব করা হয়েছে। যা দেশের উচ্চশিক্ষা প্রসারের অন্যতম অংশীদার ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়’ এর সাথে সংশ্লিষ্ট সকল মহল এবং শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী ট্রাস্ট্রের অধীনে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত। ট্রাস্ট আইন ১৮৮২ অনুযায়ী ট্রাস্ট্রের অধীনে পরিচালিত হওয়ার অলাভজনক প্রতিষ্ঠান করযোগ্য নয়। উল্লেখ্য যে, কোম্পানি আইন ১৯৯৪ এর আওতায় অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে ট্রাস্ট আইনে অলাভজনক হিসেবে পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর একই আওতায় সমভাবে আয়কর আরোপের প্রস্তাবনা আইনের পরিপন্থী এবং কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন, ড. এ কে এম শামসুল আরেফিন, পরিচালক, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্বে ছিলেন, আবু সাদাত, সাধারণ সম্পাদক, পুপরোয়া। বিশেষ অতিথি ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো: রেজাউল করিম।

ওয়েবিনারে সম্মানিত অতিথি ছিলেন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি’র উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান, সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সিনিয়র উপদেষ্টা ও ইউল্যাবের সাবেক উপাচার্য অধ্যাপক ড.এইচ এম জহিরুল হক। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পুপরোয়ার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ।

 

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬