গবির কলা অনুষদের নতুন ডিন রফিকুল আলম

২৯ মে ২০২১, ০৪:৫৩ PM
অধ্যাপক রফিকুল আলম

অধ্যাপক রফিকুল আলম © সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রফিকুল আলম। আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

আজ শনিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস. তাসাদ্দেক আহমেদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সহযোগী অধ্যাপক রফিকুল আলমকে আগামী ২ (দুই) বছর মেয়াদের জন্য গণ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। যা গত ১৭ মে থেকে কার্যকর হবে।

নবনিযুক্ত ডিন রফিকুল আলম জানান, গত ১৭ মে থেকে তাঁকে এই দায়িত্ব দেয়া হয়েছে। অনুষদকে এগিয়ে নিতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এই অনুষদের সদ্য বিদায়ী ডিন বাংলা বিভাগের অধ্যাপক মনসুর মুসা। তাঁর ডিনের মেয়াদ শেষে নতুন ডিনের দায়িত্ব হস্তান্তর করা হয়।

রফিকুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবেও কর্মরত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ৩১ জানুয়ারি ২০২৬
দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল অনার্স শিক্ষার্থীর
  • ৩১ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬