আইআইইউসি মডেল ইউএন ক্লাবের সভাপতি রিফাত সম্পাদক তানভীর

২৩ মে ২০২১, ০৯:৫৪ AM
সভাপতি রিফাত ও সম্পাদক তানভীর

সভাপতি রিফাত ও সম্পাদক তানভীর © ফাইল ছবি

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ছায়া জাতিসংঘ ক্লাবের বার্ষিক সাধারণ সভা এবং নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নগরির ও.আর. নিজাম রোডের একটি সম্মেলন কক্ষে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। এতে ২০২১-২২ সেশনের জন্য সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের  বিবিএ ডিপার্টমেন্টের ছাত্র শামশেদ হোসাইন রিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে  ইইই ডিপার্টমেন্টের ছাত্র তানভীর আলম নির্বাচত হন।

এছাড়াও, ২০২১-২২ সেশনের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন রাশেদুল ইসলাম হিমু, সহঃ সাধারণ সম্পাদক শামাউন সাবরি, যৌথভাবে  অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন মারিয়া রহমান মিম এবং মইনুল হক তারেক।

সাধারণ সভায় উপস্থিত ছিলেন ক্লাবের ফাউন্ডিং মেম্বার এবং ক্লাবের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান মিসবাহ উদ্দীন বাহার, কো ফাউন্ডার রবিউল হোসাইন রাহাদ, প্রাক্তন প্রেসিডেন্ট মোঃ আজিম সাদাদ, প্রাক্তন সাধারণ সম্পাদক সাফা আব্বাস বাহার চৌধুরী প্রমুখ। তারা তাদের বক্তব্যের মাধ্যমে নতুন আগত সদস্যদের মান ক্লাবের মাধ্যমে নিজেদের বিভিন্ন দক্ষতা অর্জনের পাশাপাশি কিভাবে নিজেকে আরও যোগ্য হিসেবে গড়ে তোলা যায় সেসব বিষয়ে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানের শেষভাগে ক্লাবের সদ্য সাবেক প্রেসিডেন্ট জাহিদুল হক জিহাদ, ভাইস প্রেসিডেন্ট একেএম ইয়াসার, সাধারণ সম্পাদক আশিকুর রহমান এবং ফারহানুল ইসলাম নতুন সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ঘোষণা করেন।

উল্লেখ্য, আইআইইউসি ছায়া জাতিসংঘ ক্লাব উক্ত বিশ্ববিদ্যালয়ের একটি স্বনামধন্য সংগঠন। ইতোমধ্যে এই সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে দুইটি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজন করেছে। এছাড়াও দেশ ও দেশের বাহিরে বিচারক এবং প্রতিনিধি হিসেবে বিভিন্ন কনফারেন্সে সাফল্যের সাথে অংশগ্রহণের রেকর্ডও রয়েছে তাদের সফলতার ঝুলিতে।

ট্যাগ: কমিটি
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ৩১ জানুয়ারি ২০২৬
দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল অনার্স শিক্ষার্থীর
  • ৩১ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬