ইউল্যাব ছাত্রীর মৃত্যু: গ্রেপ্তার দুজন ৫ দিনের রিমান্ডে

০১ ফেব্রুয়ারি ২০২১, ১২:২০ PM

© প্রতীকী ছবি

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)’ এর এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় তার দুই বন্ধু মুর্তুজা রায়হান চৌধুরী (২১) ও নুহাত আলম তাফসীর (২১) এর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন জিআর শাখা থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে রবিবার (৩১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়ার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে মামলাটির এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) এএসআই ফারুক হোসেন বলেন, মোহাম্মাদপুর থানায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে আসামিদের হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার (২৯ জানুয়ারি) ভুক্তভোগী ওই ছাত্রীসহ বন্ধুরা উত্তরার একটি রেস্তোরাঁয় গিয়ে মদপান করেন। অতিরিক্ত মদ্যপানে এদের মধ্যে এক তরুণী অসুস্থ হয়ে পড়লে বাসায় চলে যান। ভুক্তভোগীও অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে রাইডশেয়ারিং উবারের একটি গাড়িতে করে আরও দুই বন্ধু মিলে মোহাম্মদপুরের একটি বাসায় যান।
 
একপর্যায়ে ওই ছাত্রী আরও অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি না করায় তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
 
পরে ভুক্তভোগী ছাত্রীর বাবা খবর পেয়ে চট্টগ্রাম থেকে ঢাকা আসেন। তরুণীর মৃত্যুর আগে তিনি বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। 

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন মসজিদ নিয়ে বিতর্ক, যা …
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর টাকার খাম! মিডিয়া সেলের অস্বীকার, মুফতি উস…
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘ভোটাধিকার হরণ ঠেকাতে কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৫ ফে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট
  • ৩১ জানুয়ারি ২০২৬