বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড © সংগৃহীত
নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম গুটিয়ে নিয়েছেন কর্তৃপক্ষ। শহরের বঙ্গবন্ধু সড়কে লাগানো সাইনবোর্ড খুলে ফেললেও সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের সাইনবোর্ডটি এখনো ঝুলছে।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সড়কে বিশ্ববিদ্যালয়টির অফিসে গিয়েও তালা দেখা গেছে। কয়েক বছর ঘরটি ভাড়া নেন বিশ্ববিদ্যালয়টির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) পরিচয়দানকারী অধ্যাপক ড. এবিএম শরিফুজ্জামান শাহ। ভাড়াও ঠিকমতো দেননি বলে জানান ভবনটির মালিক।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপনের সংবাদ, জনবল নিয়োগের বিজ্ঞপ্তিসহ বিভিন্ন বিষয়য়ে কমিশনের দৃষ্টিগোচর হয়। বিষয়টি নিয়ে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদেরও সর্তক থাকার পরামর্শ দিয়েছে ইউজিসি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউজিসি জানিয়েছে, অস্তিত্ববিহীন এ প্রতিষ্ঠানটির অবৈধ কার্যক্রম বন্ধে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সহায়তা চেয়েছে ইউজিসি। এ বিষয়ে শিগগিরই একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে ইউজিসি।
ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামে কোন শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব সম্পর্কে কমিশন অবগত নয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামক কোন প্রকল্প প্রস্তাবও ইউজিসিতে প্রেরণ করা হয়নি।