মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস পালন

১৬ ডিসেম্বর ২০২০, ০৯:৩৯ PM

© টিডিসি ফটো

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা হলে এ কর্মসূচি পালিত হয়।

ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর এম. হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নজরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য প্রফেসর ড. এম. ওমার আলী ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হাফিজুল ইসলাম মিয়া। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্টার মোঃ. মনিরুল ইসলাম।

প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ. নজরুল ইসলাম তার বক্তৃতায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর শক্ত হাত, মেধা, সাহস ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর ১৯৭১ সালের আজকের এই দিনে বাঙালীর সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা অর্জিত হয়।

তিনি একাত্তরের রণাঙ্গনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু স্বাধীনতার এত বছর পরও জনগণের সেই স্বাধীনতা অর্জিত হয়নি। জনজগণের এই অধিকার আদায়ে আমাদেরকেই সচেষ্ট হতে হবে। ঘুষখোর, দুর্নীতিবাজ, টেন্ডার-বাজদের প্রতি ঘৃণা জানাতে হবে। তাদের নেতৃত্বে বসানো যাবে না। তবেই জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে।

বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করে আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন, ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আহমেদ মাহবুব-উল-আলম, ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী, সিএসই বিভাগের প্রধান মোহাম্মদ সাজ্জাদ হোসেইন, ইইই বিভাগের প্রধান কে.এম. আকতারুজ্জামান, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমান, ইসলামিক স্টাডিজ বিভাগের কো’অর্ডিনেটর ড. মুহাম্মদ ওবায়দুল্লাহ, অ্যাডমিশন, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্সের অতিরিক্ত পরিচালক আবদুল মতিন প্রমুখ।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের কো’অর্ডিনেটর ড. মুহাম্মদ ওবায়দুল্লাহ।

জামায়াত প্রার্থীর আপিল, আরও এক বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিপিএলের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন নবিপুত্র ইসাখিল
  • ১৮ জানুয়ারি ২০২৬
কেন্দ্রীয় কমিটির সকল সিদ্ধান্ত মানতে বাধ্য নই: ছাত্রদলের ভি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
  • ১৮ জানুয়ারি ২০২৬
বেনাপোল কার্গো ইয়ার্ডে বৈদ্যুতিক শকে অসংখ্য অতিথি পাখির মৃত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9