© টিডিসি ফটো
চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসি) দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ‘দা’ওয়াহ ক্লাব’ স্প্রিং’২০-অটাম’২০ সময়ের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর থেকে রাত ১০ টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভোট গ্রহণ চলে। পরে আজ শনিবার (৩১ অক্টোবর) দা’ওয়াহ ক্লাবের প্রেসিডেন্ট সহকারী অধ্যাপক আ ফ ম নুরুজ্জামান আনুষ্ঠানিকভাবে জুম মিটিংয়ের মাধ্যমে ক্লাবের ফলাফল ঘোষণা করেন।
ক্লাবে ৬ মাসের জন্য নির্বাচিত হন শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে সাতজন শিক্ষার্থী। এবারের নির্বাচনে জিএস পদে নির্বাচিত হন আমানুল্লাহ আজাদ, এজিএস পদে নির্বাচিত হন ২ জন যথাক্রমে রবিউল হুসাইন, হাসান আল বান্না, সেক্রেটারি কালচার পদে মাহবুবুল আলম, সেক্রেটারি ডিবেট পদে মানসুরুল আলম, সেক্রেটারি স্পোর্টস পদে আলমগীর, সেক্রেটারি পাবলিক রিলেশন পদে মো. আরিফুল ইসলাম নির্বাচিত হন।
নির্বাচনের ফলাফল ঘোষণায় উপস্থিত ছিলেন দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আমিনুল হক। তিনি নির্বাচিতদের উদ্দেশ্যে বলেন, দা’ওয়াহ বিভাগ একটি ডায়নামিক বিভাগ, এই বিভাগের সুনাম দেশে-বিদেশে বিরাজমান। আমি আশা করি, তোমাদের চৌকশ নেতৃত্বের মধ্য দিয়ে এই বিভাগ আরো বহুদুর এগিয়ে যাবে।
প্রসঙ্গত, আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়ার কথা জানান ক্লাব কর্তৃপক্ষ।