নিষেধাজ্ঞার মধ্যেও আইআইইউসিতে ছাত্রলীগের বিক্ষোভ

০৩ মার্চ ২০২০, ০৩:৪০ PM

© টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে আইআইইউসি’র স্বঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের হাইওয়ে সংলগ্ন মূল ফটক থেকে সিকিউরিটি বক্স পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। সিকিউরিটি বক্সের পাশে যাওয়ার পর প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে তাদের চলে যেতে বলে। পরে তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেলবিটে অবস্থান নেয়। পরে শিক্ষকরা এসে তাদের বুঝিয়ে সেখান থেকে বিদায় করে দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুস্তফা মুনীর চৌধূরী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তারা বিক্ষোভ মিছিল করেছে আমরা অবহিত হয়েছি, আমরা তাদেরকে যখন বলেছি এখানে এমনটি করা যাবে না, তখন তারা অনেকটা দায়মুক্তির মতো করে বের হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা অমান্য করে বিক্ষোভ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা আমাদের মতো করে একটি রিপোর্ট দিব এরপর ডিসিপ্লিন কমিটি যা করে সেটা তাদের ব্যাপার।

উল্লেখ্য, গত রবিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের ছাত্রলীগ নেতা নিহত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার কেন্দ্রীয়ভাবে দেশের সকল প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। সেই কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করে আইআইইউসি’র নামধারী ছাত্রলীগের নেতাকর্মীরা।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে মামা খালুর হিসাব নেব না: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির হাতে দুদিনে ১৪টি নারী হেনস্তার ঘটনা, অভিযোগ ঢাবি ছা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ নেই
  • ২৭ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন: তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
টেরিটরি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আব…
  • ২৭ জানুয়ারি ২০২৬