‘অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত

২২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ PM
‘অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’–এর উচ্চপর্যায়ের সভায়

‘অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’–এর উচ্চপর্যায়ের সভায় © সংগৃহীত

আশুলিয়া অঞ্চলের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বয়ে গঠিত ‘অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’–এর উচ্চপর্যায়ের সভা আজ আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব সভাপতিত্ব করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য এমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির। এছাড়াও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়সমূহের উপ-উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রারবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় ইতোপূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ)–এর সিদ্ধান্তসমূহের অগ্রগতি, বাস্তবায়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আশুলিয়া অঞ্চলের সামগ্রিক শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্তসমূহ হলো— বিশ্ববিদ্যালয়সমূহের আশপাশের এলাকাকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে অভিন্ন কর্মকৌশল নির্ধারণ, বিরুলিয়া থেকে চারাবাগ পর্যন্ত সড়ক সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ, আকরাইন মোড়ের যানজট নিরসনে সড়ক বিভাগের সঙ্গে সমন্বয়, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণামূলক কার্যক্রম ও অভিজ্ঞতা বিনিময়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা, আশুলিয়াকে ‘হায়ার এডুকেশন জোন’ হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি এবং পাঁচটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যদের সমন্বয়ে যৌথ প্রক্টোরিয়াল টিম গঠন।

প্রসঙ্গত, আশুলিয়া অঞ্চলকে একটি হায়ার এডুকেশন সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে এ অঞ্চলে অবস্থিত পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এই সমঝোতার আলোকে ‘অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’ গঠিত হয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো— ইস্টার্ন ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ও সিটি ইউনিভার্সিটি।

একই পরিবারের ৩ জনের মৃত্যু
  • ১৬ জানুয়ারি ২০২৬
জাতীয় বেতন কমিশনের কার্যক্রম নিয়ে জবি শিক্ষক সমিতির উদ্বেগ
  • ১৬ জানুয়ারি ২০২৬
মহিলা জামায়াতের কোরআন তালিমে দেশীয় অস্ত্র নিয়ে যুবদলের হাম…
  • ১৬ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ২
  • ১৬ জানুয়ারি ২০২৬
যেভাবে বেঁচে ফিরলেন ৩ জন
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইসিবি ইসলামিক ব্যাংক নিয়োগ দেবে প্রোকিউরমেন্ট অফিসার, আবেদ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9