আইএসইউ–আইএনটিআই সহযোগিতা জোরদার: উচ্চশিক্ষা প্রস্তুতি বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ PM
উচ্চশিক্ষা প্রস্তুতি বিষয়ক ওয়েবিনারে

উচ্চশিক্ষা প্রস্তুতি বিষয়ক ওয়েবিনারে © সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এবং মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যকার এমওইউ-এর ধারাবাহিকতায় একাডেমিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে অনুষ্ঠিত হলো উচ্চশিক্ষায় প্রস্তুতি বিষয়ক ওয়েবিনার। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আয়োজিত এই ভার্চুয়াল সেশনে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

‘উচ্চশিক্ষার প্রস্তুতি: ভবিষ্যতের চ্যালেঞ্জ ও প্রস্তুতি’ শীর্ষক ওয়েবিনারে প্রধান বক্তা হিসেবে যুক্ত ছিলেন আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইআরসিসি পরিচালক ড. খান সারফারাজ আলী। তিনি উচ্চশিক্ষায় আবেদনের প্রস্তুতি, আন্তর্জাতিক স্কলারশিপের সুযোগ, গবেষণা দক্ষতা বৃদ্ধি, একাডেমিক ক্যারিয়ার গঠন এবং ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

আইএসইউ–এর সিএসই বিভাগের প্রধান ড. মো. হাকিকুর রহমানের সঞ্চালনা ও সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়েবিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন। ড. রহমান বলেন, ‘আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে এই একাডেমিক অংশীদারিত্ব আইএসইউ শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত করবে এবং যৌথ গবেষণা কার্যক্রমকে গতিশীল করবে।’

উল্লেখ্য, দুই প্রতিষ্ঠানের এমওইউ অনুযায়ী স্বল্পমেয়াদি ওরিয়েন্টেশন প্রোগ্রাম, পূর্ণ সেমিস্টার এক্সচেঞ্জ, গবেষণা ফেলোশিপ, যৌথ গবেষণা ও প্রকাশনা, ফ্যাকাল্টি ও শিক্ষার্থী বিনিময়সহ শিক্ষাবিনিময় কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মা-বোনদের বিকাশ নম্বর নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি আর চলবে না: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
২০১৯ সালের ডাকসুর মত নির্বাচনে ট্রাকের বিজয় ইতিহাসের আশা নু…
  • ২৩ জানুয়ারি ২০২৬