ইস্টার্ন ইউনিভার্সিটিতে আইইই বেকিথন ২০২৫ সম্মেলন অনুষ্ঠিত

২৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ PM
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো আইইই বেকিথন ২০২৫ সম্মেলনে

ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো আইইই বেকিথন ২০২৫ সম্মেলনে © সংগৃহীত

ইস্টার্ন ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হলো ৪র্থ IEEE কনফারেন্স অন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ফর হেলথ (BECITHCON) ২০২৫ সম্মেলন। 

সম্মেলনের প্রথম দিনের সব কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী সম্পন্ন হয়েছে, যেখানে সারাদিনজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত গবেষক, শিক্ষাবিদ, এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও সমৃদ্ধ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন  ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিস্টিংগুইশড প্রফেসর ড. এম. এম. শহিদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেশের প্রখ্যাত শিক্ষাবিদ ড. সেলিয়া শাহনাজ, ড. শাইখ এ. ফাত্তাহ এবং ড. মুহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া, যারা সকলেই BUET-এর ইইই বিভাগের অধ্যাপক এবং IEEE-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সম্মেলনের সংগঠক কমিটির চেয়ারম্যান ও ইস্টার্ন ইউনিভার্সিটির প্রযুক্তি ও প্রকৌশলী অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান। বক্তারা স্বাস্থ্য প্রযুক্তির ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন এবং তরুণ গবেষকদের নতুন উদ্ভাবনে উদ্বুদ্ধ করেন। 

এই বছরের সম্মেলনের তিনজন আন্তর্জাতিক কী-নোট স্পিকার অনলাইনের মাধ্যমে তাদের বক্তব্য প্রদান করেন। তারা হলেন ড. মো. তৌহিদুল ইসলাম, Assistant Professor, Department of Radiation Oncology (Medical Physics), Stanford University, USA, তিনি ‘Next-Generation AI for High-Dimensional Biomedical Data: Towards Interpretable and Data-Efficient Discovery’ শীর্ষক আলোচনায় স্বাস্থ্যসেবায় উচ্চমাত্রিক ডেটা বিশ্লেষণে উদ্ভাবনী ও ব্যাখ্যাযোগ্য এআই প্রযুক্তির ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন। ড. রোশান জয় মার্টিস, Associate Professor, Department of Electronics and Communication Engineering, Manipal Institute of Technology, Bengaluru, India, তিনি ‘Intelligent Processing of Biomedical Signals: A Technological Perspective’ শীর্ষক বক্তব্যে বায়োমেডিক্যাল সিগন্যাল প্রসেসিং-এ আধুনিক প্রযুক্তির প্রয়োগ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং ড. আশির আহমেদ, Associate Professor, Faculty of Information Science and Electrical Engineering, Kyushu University, Japan, তিনি ‘Digital Transformation for Healthcare Productivity: Lessons from PHC, AI, and Global South Innovation’ শীর্ষক বক্তৃতায় ডিজিটাল স্বাস্থ্যসেবা, পোর্টেবল হেলথ ক্লিনিক, এবং AI-চালিত ট্রায়াজ ব্যবস্থার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

দিনব্যাপী প্যারালাল সেশনগুলোতে অংশগ্রহণকারীরা উপস্থাপন করেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্মার্ট হেলথ সিস্টেম, স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, মেডিক্যাল ডিভাইস এবং উদীয়মান প্রযুক্তি-নির্ভর গবেষণা। সারাদিনজুড়ে গবেষক, শিক্ষক, পেশাজীবী এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পরিবেশ ছিল অত্যন্ত জ্ঞানসমৃদ্ধ ও ইতিবাচক।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল এক্টিভিটিস কংগ্রেস (INDCon) ২০২৫- এর কো-লোকেটেড এক্টিভিটিজ প্রোগ্রাম। আইইইই ইস্টার্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ এবং আইইইই মিলিটারি ইন্সটিটিউশন অফ সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) এর যৌথ উদ্যোগে আয়োজিত প্রজেক্ট শোকেসিং, কুইজ প্রতিযোগিতা, আইডিয়া প্রতিযোগিতা, একাধিক শিক্ষামূলক ও প্রতিযোগিতামূলক কার্যক্রম, শিক্ষার্থীদেরকে নতুন কিছু শেখা, জানা, উদ্ভাবন ও অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেয়। এতে সরাসরি এবং অনলাইন উপস্থিতি মিলিয়ে প্রায় ২৫ টি বিশ্ববিদ্যালয় থেকে আনুমানিক ৯০জন ছাত্র – ছাত্রী অংশগ্রহন করেছে।

গঠনমূলক আলোচনা, গবেষণা উপস্থাপনা এবং সহযোগিতামূলক মতবিনিময়ের মাধ্যমে সম্মেলনের প্রথম দিনের কর্মসূচি সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের গবেষণা অগ্রগতি, উচ্চশিক্ষায় উৎকর্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি আরও একবার সুদৃঢ়ভাবে তুলে ধরেছে এই আয়োজন।

IEEE BECITHCON 2025-এর দ্বিতীয় দিনের কার্যক্রম ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ভার্চুয়াল সেশনের মাধ্যমে অনুষ্ঠিত হবে, যাতে দেশ-বিদেশের আরও গবেষক ও বিশেষজ্ঞদের অংশগ্রহণ নিশ্চিত হবে।

উত্তরায় আগুনে নিহতের ঘটনায় জামায়াতে আমিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন শুরু
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাষ্ট্রীয়ভাবে নবাব সলিমুল্লাহর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের…
  • ১৬ জানুয়ারি ২০২৬
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির …
  • ১৬ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9