প্রাইম ইউনিভার্সিটিতে ‘ল’ কুইজ ও পোস্টার প্রেজেন্টেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ইনট্রা-ডিপার্টমেন্ট ‘ল’ কুইজ কম্পিটিশন ও পোস্টার প্রেজেন্টেশন
ইনট্রা-ডিপার্টমেন্ট ‘ল’ কুইজ কম্পিটিশন ও পোস্টার প্রেজেন্টেশন  © সংগৃহীত

আইন বিভাগের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং আইনি জ্ঞানে সমৃদ্ধ করার লক্ষ্যে প্রাইম ইউনিভার্সিটি ‘ল’ ক্লাব (PULC)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ইনট্রা-ডিপার্টমেন্ট ‘ল’ কুইজ কম্পিটিশন ও পোস্টার প্রেজেন্টেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ নভেম্বর) ইউনিভার্সিটির কনফারেন্স রুমে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. আব্দুর রহমান অতিথি-অব-হানার হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোস্তাফা কামাল এবং প্রফেসর ড. নুর মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মো. মওদুদ আহমেদ, সিনিয়র সিভিল জজ, জেলা ও দায়রা জজ আদালত, মুন্সিগঞ্জ। প্রোগ্রামটি সভাপতিত্ব করেন মো. মোস্তাফিজুর রহমান, বিভাগীয় প্রধান, আইন বিভাগ।

অনুষ্ঠানের শুরুতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাবিনা ইয়াসমিন, কনভেনার, প্রাইম ইউনিভার্সিটি ‘ল’ ক্লাব (PULC) স্বাগত বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি প্রফেসর ড. আব্দুর রহমান তার বক্তব্যে শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আইন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। গেস্ট স্পিকার মো. মওদুদ আহমেদ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে অনুপ্রাণিত হওয়ার পরামর্শ প্রদান করেন।

পোস্টার প্রেজেন্টেশন ফলাফল- ১ম স্থান: টিম A (৬২তম ব্যাচ) – ফাহমিদা হাফিজ লুবনা, ২য় স্থান: টিম B (৬৩তম ব্যাচ) – মিল্টন শেখ ও তার টিম ও ৩য় স্থান: টিম G – রায়হান মিয়া নেতৃত্বাধীন টিম। 

‘ল’ কুইজ কম্পিটিশন ফলাফল-  সংবিধান আইন: আনজুমান আরা (৫৮তম ব্যাচ) – ১ম স্থান, পরিবার আইন: জামা'আতুল ইসলাম (৬১তম ব্যাচ) – ১ম স্থান, দণ্ডবিধি আইন: রূপা খানম – ১ম স্থান ও দেওয়ানি আইন: ফারজানা আফরিন (৫৯তম ব্যাচ) – ১ম স্থান অর্জন করেন। 

আইন বিভাগের সকল শিক্ষক বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ও সফল ভবিষ্যৎ কামনা করেন।


সর্বশেষ সংবাদ