আইইউবির আয়োজনে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিইবিটিএম ২০২৫

আইইউবি আগামী ১৪ ও ১৫ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজন করতে যাচ্ছে আইসিইবিটিএম ২০২৫
আইইউবি আগামী ১৪ ও ১৫ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজন করতে যাচ্ছে আইসিইবিটিএম ২০২৫  © সংগৃহীত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) আগামী ১৪ ও ১৫ নভেম্বর ২০২৫ ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজন করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিকস, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট (আইসিইবিটিএম ২০২৫)। এ বছরের সম্মেলনের প্রতিপাদ্য ‘সাসটেইনেবিলিটি ফোকাসড ইন্ডাস্ট্রি ট্রেন্ডস ইন গ্লোবাল রিসার্চ’। আইইউবির স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রোপ্রনারশিপের (এসবিই) আয়োজনে অনুষ্ঠিতব্য এই দুই দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অর্থনীতি, ব্যবসা ও প্রযুক্তি খাতের গবেষক, শিক্ষাবিদ ও শিল্পনেতারা অংশ নেবেন।

সম্মেলনের প্রধান বক্তাদের মধ্যে রয়েছেন প্রফেসর জোনাথন লিউ (যুক্তরাজ্য), প্রফেসর রাজাহ রাসিয়াহ (মালয়েশিয়া); প্রফেসর ড. মানিয়াম কালিয়ানান (মালয়েশিয়া), ড. হোসেন জিল্লুর রহমান (ব্র্যাক বাংলাদেশ) এবং ড. আহমাদ আহসান (পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ)।

এ ছাড়া শিল্প খাতের আলোচনায় অংশ নেবেন ড. ডেরেক ওয়েস্টফল (বোয়িং, যুক্তরাষ্ট্র), ড. বেন বেভফেপফে (যুক্তরাজ্য), সৈয়দ নাসিম মঞ্জুর (এপেক্স), এ এস এম মহিউদ্দিন মোনেম (আব্দুল মোনেম লিমিটেডে), এ মতিন চৌধুরী (নিউ এশিয়া লিমিটেড), আব্দুল হাই সরকার (ঢাকা ব্যাংক) ও নিয়াজ রহিম (রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেড)।

সম্মেলনে অর্থনীতি, উদ্যোগ উন্নয়ন, গ্রিন বিজনেস, মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রযুক্তি ব্যবস্থাপনা ও ইন্ডাস্ট্রি ৪.০ সম্পর্কিত নানা সেশন অনুষ্ঠিত হবে। পাশাপাশি থাকবে পিএইচডি কলোকিয়াম, পোস্টার উপস্থাপনা, এবং ‘মিট দ্য এডিটর্স’ শিরোনামের বিশেষ পর্ব। গৃহীত প্রবন্ধগুলো স্কোপাস-সূচকভুক্ত জার্নাল এবং সম্মেলনের প্রোসিডিংসে প্রকাশিত হবে।

আইসিইবিটিএম ২০২৫-এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন, ইউনিভার্সিটি অব মালায়া,ইউনিভার্সিটি অব নটিংহ্যাম মালয়েশিয়া, ইউনিভার্সিটি তুন আব্দুল রাজাক, পলিটেকনিক ইউনিভার্সিটি অব দা ফিলিপিন্স, সিনাওয়াত্রা ইউনিভার্সিটি, টিআইআইকেএম, এবং দি অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল কোলাবোরেটিভ রিসার্চ অর্গানাইজেশন। কর্পোরেট অংশীদার হিসেবে যুক্ত রয়েছে এপেক্স, গার্ডিয়ান লাইফ, ঢাকা ব্যাংক, রহিমআফরোজ, এসিআই, ব্র্যান্ড ফোরাম, এবং দা ওয়েস্টিন ঢাকা।

সম্মেলনের চিফ প্যাট্রন আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন। প্যাট্রন হিসেবে রয়েছেন আইইউবির উপচার্য অধ্যাপক ম. তামিম। অনারারি জেনারেল চেয়ার হিসেবে আছেন অধ্যাপক ড. রাইসুল আওয়াল মাহমুদ, ডিন, এসবিই; এবং জেনারেল চেয়ার হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো. মামুন হাবিব, বিভাগীয় প্রধান, জেনারেল ম্যানেজমেন্ট বিভাগ, আইইউবি।

আন্তর্জাতিক ও স্থানীয় অংশগ্রহণকারীদের জন্য নিবন্ধন এখনো চলছে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে সম্মেলনের ওয়েবসাইটে: https://icebtm.iub.edu.bd


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!