ইউএসইটির প্রথম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়
বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়  © সংগৃহীত

ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির (ইউএসইটি) প্রথম একাডেমিক কাউন্সিল সভা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) এ সভায় একাডেমিক নীতিমালা চূড়ান্তকরণ, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক নিয়োগ এবং শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

ইউএসইটির ভাইস চ্যান্সেলর (ডিজিগনেট) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. সাবিনা ইয়াসমিন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জুনায়েবুর রশিদ। এ ছাড়া ইউএসইটির বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন শিক্ষকরা সভায় অংশগ্রহণ করেন।

এ সভাটি প্রাইভেট ইউনিভার্সিটি আইন ২০১০ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হয়।

সভায় প্রাইভেট ইউনিভার্সিটি আইন ২০১০ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশিকা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নীতিমালা চূড়ান্তকরণ, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক নিয়োগ এবং শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়াবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় ইউএসইটির সম্মানিত উপাচার্য বলেন, ‘আজকের সভা ইউএসইটির জন্য একটি ঐতিহাসিক সূচনা। আমরা দক্ষতা-ভিত্তিক, গবেষণামুখী এবং বৈশ্বিকভাবে সংযুক্ত একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে বদ্ধপরিকর, যা আমাদের শিক্ষার্থীদের আগামী দিনের প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে সফল হতে প্রস্তুত করবে।’

একাডেমিক কাউন্সিলের সদস্যগণ তাদের আলোচনায় বিশ্ববিদ্যালয়টিকে উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে গুণগত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও কাউন্সিল সভায় ইউএসইটি’র লক্ষ্য ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়-একটি দক্ষতাভিত্তিক, উদ্ভাবনী ও উদ্যোক্তা সৃষ্টিমুখী বিশ্ববিদ্যালয় হিসেবে শিল্প খাতে দক্ষ জনশক্তি তৈরি করা, যারা জাতীয় ও আন্তর্জাতিক কর্মসংস্থানে প্রতিযোগিতামূলক ভূমিকা রাখতে সক্ষম হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence