বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানী

সমানে সমান নর্থ সাউথ-ব্র্যাক, বাকি ১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থান কত?

ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের লগো
ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের লগো  © টিডিসি

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর (গবেষক) তালিকায় সমান অবস্থানে রয়েছে রাজধানীর খ্যাতিমান দুই বেসরকারি প্রতিষ্ঠান নর্থ সাউথ ও ব্র্যাক ইউনিভার্সিটি। উভয় প্রতিষ্ঠান থেকে ১০ জন গবেষক (শিক্ষক) এই তালিকায় স্থান করে নিয়েছেন; যেখানে ৭ জন রয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে।

গত ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ বিশ্বসেরা গবেষকের এই তালিকা প্রকাশ করে। গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি এবং সহ-লেখকদের প্রভাবের ওপর ভিত্তি করে তৈরি করা এই তালিকায় বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের মধ্যে বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন মোট ২৮৬ জন গবেষক। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানসহ মিলিয়ে মোট ৭২টি ইনস্টিটিউটের গবেষকরা রয়েছেন এই তালিকায়।

তালিকায় বরাবরের মতই ভালো করেছে নর্থ সাউথ ও ব্র্যাক ইউনিভার্সিটি; মোট ১০ জন রয়েছে প্রতিষ্ঠান দুটি থেকে। এছাড়াও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে ৭ জন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে ৫ জন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৫ জন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইআইইউ) ৩ জন, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ৩ জন,  ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ২ জন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস'র ২ জন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ২ জন গবেষক এই তালিকায় স্থান পেয়েছেন।

একজন করে গবেষক থাকা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ আর্মি সায়েন্স এবং টেকনোলজি ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা)।

পাবলিক বিশ্ববিদ্যালয় ও অন্য গবেষণা প্রতিষ্ঠান
তালিকায় বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্যসংখ্যক গবেষক জায়গা করে নিয়েছেন। এ তালিকায় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২৩ জন গবেষক স্থান পেয়ে দেশের শীর্ষস্থান দখল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় হিসেবে আন্তর্জাতিক ডায়রিয়া গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) ১৮ জন এবং ১৭ জন গবেষক স্থান পেয়ে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। 

এছাড়া ওই তালিকায় অবস্থান পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ১৫ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১২ জন,  আরিবান এগ্রিএনভাইরো ইঞ্জিনিয়ারিং লিমিটেডে ১, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে, ১, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ৫, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ৪, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে ১, বাংলাদেশ শাসন ও ব্যবস্থাপনা ইনস্টিটিউটে ১, বাংলাদেশ সমুদ্রবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটে ১, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ১, বাংলাদেশ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ২, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে ১, বিসিএসআইআর ল্যাবরেটরিজ, ঢাকা ১, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩, বায়োমেডিকেল গবেষণা ফাউন্ডেশনে ১, পরিবেশ ও ভূ-তাত্ত্বিক তথ্য সেবা কেন্দ্র (সিজিআইএস) ১, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৪, চট্টগ্রাম ভেটেরিনারি ও প্রাণী বিজ্ঞান বিশ্ববিদ্যালযয়ে ১, ঢাকা শিশু হাসপাতালের ১, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের (ডুয়েট) ৩, স্বাস্থ্য অধিদপ্তরের ১, এভিসিন হেলথ ১ জন। 

এছাড়া গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ১, আন্তর্জাতিক ডায়রিয়া গবেষণা কেন্দ্র, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ১, আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের ৩, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৪ জন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ৩, বাংলাদেশ পাট মন্ত্রণালয়ের ১, জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) ১, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২, পিওর আর্থ’র ১, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪, সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর সোশ্যাল ট্রান্সফরমেশনের ১, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩, তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ ১, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ২, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭ জন স্থান পেয়েছেন। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!