ছাত্রশিবিরের জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী © টিডিসি ফটো
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার উদ্যোগে ২০২৪ সালের 'জুলাই বিপ্লব' এর বর্ষপূর্তি ও সংগঠনের জুলাই ৩৬-দিনব্যাপী কর্মসূচি উপলক্ষে আয়োজিত 'জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা ২০২৫' এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি সেমিনার হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (EWU), আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (AUST), উত্তরা ইউনিভার্সিটি (UU), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB), বিজনেস অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি (BUFT), ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (WUB), মাইজভান্ডারখান ইসলামিক ইউনিভার্সিটি (MIU) সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী আব্দুল্লাহ সুহাইব সিদ্দিকী। দ্বিতীয় স্থান অর্জন করেন উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী সাইদুর রহমান এবং তৃতীয় হন মাহদি হাসান সাজিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটির সমন্বয়ক জুলাই যোদ্ধা নাইম আবেদীন, গোলাম রাব্বি, তালহা রাইয়ান ও তাকরীম।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, 'জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য ইসলামী ছাত্রশিবির সবসময় চেষ্টা অব্যাহত রেখেছে। জুলাইকে ধারণ করেই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।' বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরে ছাত্রশিবিরের উদ্যোগের প্রশংসা করেন।
সমাপনী বক্তব্যে সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘আজকের জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার মাধ্যমে আমরা জাতির কাছে জুলাইকে চিরস্মরণীয় করে রাখতে চাই।‘
অনুষ্ঠানে গত বছরের জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্য এবং আহতরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছর জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এর পর থেকে প্রতি বছর জুলাই মাসকে স্মরণে নানা কর্মসূচি পালন করছে ছাত্রশিবির। এ বছরও বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে রক্তদান কর্মসূচি ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচি পালন করা হয়েছে।