শিক্ষকদের নিয়ে কর্মশালা © সংগৃহীত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষকদের নিয়ে ‘বার্নআউট ম্যানেজমেন্ট: ওয়ার্ক-লাইফ ব্যালান্স’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সদস্যদের মানসিক স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ বৃদ্ধি করা। এতে আত্ম-যত্ন ও মানসিক চাপ মোকাবিলার বিভিন্ন কৌশল আলোচনা ও প্রদর্শন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্সের পরিচালক অধ্যাপক হালিমুর আর. খান বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানসিক চাহিদা নিয়ে প্রায়শই উপেক্ষিত এক গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করেন। তিনি শিক্ষকদের মনোবল বৃদ্ধিতে কার্যকর একটি সুস্থতা কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সমাপনী বক্তব্যে এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা নিশ্চিত করতে সুস্বাস্থ্য ও সঠিক ভারসাম্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষকদের কল্যাণ বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়ের গৃহীত নানা পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বিভিন্ন বিভাগের ৩০ জনেরও বেশি শিক্ষক কর্মশালা অংশগ্রহণ করেন। প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কর্মশালার সমাপ্তি হয়। অংশগ্রহণকারীরা এ কর্মসূচির গুরুত্ব স্বীকার করে এর প্রশংসা করেন।