এনইউবি–আল-আজহার যৌথ কর্মশালা : তুলনামূলক কাব্যতত্ত্বে নতুন দিগন্ত

১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
এনইউবি–আল-আজহার যৌথ কর্মশালা

এনইউবি–আল-আজহার যৌথ কর্মশালা © টিডিসি

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)–এর ইংরেজি বিভাগ ভার্চুয়ালি এক আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে। রবিবার রাতে অনুষ্ঠিত কর্মশালার মূল বক্তা ছিলেন কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক আহলাম ওসমান।

স্বাগত বক্তব্যে এনইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আবদুল্লাহ বলেন, এটি কেবল দুটি বিভাগের সহযোগিতা নয়, বরং দুটি দেশ, প্রতিষ্ঠান ও সংস্কৃতির মধ্যে এক নতুন একাডেমিক সেতুবন্ধনের সূচনা। আমরা এমন একটি ক্ষেত্র গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থী ও শিক্ষকরা পারস্পরিক শেখার মাধ্যমে সমৃদ্ধ হবে।

বক্তৃতায় অধ্যাপক আহলাম এজরা পাউন্ডের The Cantos এবং আলা আবদেল হাদির The Cantata–কে তুলনামূলক দৃষ্টিতে বিশ্লেষণ করেন। তিনি তুলে ধরেন, The Cantos আধুনিকতাবাদী কাঠামো, নিয়ন্ত্রিত খণ্ডিততা ও লেখককেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে একটি ‘closed text’ (অর্থ সীমিত ও নিয়ন্ত্রিত লেখা) হিসেবে পাঠিত হয়। অন্যদিকে, The Cantata–কে তিনি পরাধুনিক opera aperta (পাঠককেন্দ্রিক উন্মুক্ত পাঠ), সংলাপকেন্দ্রিকতা ও ভাঙাগড়ার বৈশিষ্ট্যে গঠিত রূপ হিসেবে ব্যাখ্যা করেন।

অধ্যাপক আহলামের মতে, এই পার্থক্য কোনো ‘পূর্বাঞ্চলীয়’ কাব্যতত্ত্বের প্রভাব নয়, বরং হাদির পরাধুনিক বিশ্বদৃষ্টিভঙ্গির ফল—যা The Cantata–এর উন্মুক্ত গঠন ও অর্থ উৎপাদনকে প্রভাবিত করে। তার মূল্যায়নে, এই তুলনামূলক পাঠ দেখায় কীভাবে সাহিত্যরূপ ঐতিহাসিক, রাজনৈতিক ও দার্শনিক প্রেক্ষাপট প্রতিফলিত করে এবং তুলনামূলক কাব্যতত্ত্বে নতুন দিগন্ত উন্মোচন করে।

সেশনের সমাপনীতে অনুষদের ডিন মোহাম্মদ মোজাম্মেল হক অধ্যাপক আহলামের “দূরদর্শী ও চিন্তাপ্রবণ” বক্তৃতার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এটি এনইউবির প্রথম প্রাতিষ্ঠানিক সহযোগিতা, যা দেশের জন্যও তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানে বিভাগীয় উন্নয়ন কমিটির সদস্য ড. রহমাতুল্লাহ, মুজতবা রাফিদসহ ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কায়রোর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আরব রাইটার্স ইউনিয়নের সদস্য অধ্যাপক মোহাম্মদও আলোচনায় অংশ নেন।

আয়োজকেরা জানান, ভবিষ্যতে যৌথ গবেষণা, অতিথি বক্তৃতা এবং শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালুর বিষয়ে দুই প্রতিষ্ঠান নীতিগতভাবে একমত হয়েছে। এনইউবি ইংরেজি বিভাগ মনে করে, এ উদ্যোগ বাংলাদেশের উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সংযোগ, গবেষণা উৎপাদন ও পাঠ্যক্রম উন্নয়নে একটি টেকসই মডেল হয়ে উঠবে।

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের ৮ নেতা
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবির বাসে হামলা, থানায় অভিযোগ দেবে ডাকসু
  • ১৬ জানুয়ারি ২০২৬
শীতার্তদের পাশে দাঁড়াতে ঢাবিতে ‘কুয়াশার গান’ কনসার্ট
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাসে হামলাকারী সাত কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবির মুহসীন হলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ জোন উদ্বোধন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবিতে হলের ছাদে গাঁজা সেবনের সময় ছাত্রদলকর্মীসহ আটক ৪
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9