বিইউবিটিতে প্যারেন্টস ডে উদযাপিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৩:০৮ PM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি) ক্যাম্পাসে প্যারেন্টস ডে উদযাপন করা হয়েছে। আজ শনিবার (৯ আগস্ট) দিবসটি উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকগণকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় তারা উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।
অভিভাবকরা এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, ‘এ আয়োজনের মাধ্যমে তারা তাদের সন্তানদের শিক্ষাগত অগ্রগতি, ব্যক্তিগত উন্নয়ন এবং ক্যাম্পাসের সুযোগ-সুবিধা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেছেন। অনেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সরাসরি মতামত বিনিময় এবং প্রতিক্রিয়া জানানোর সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এই ধরনের আয়োজন নিয়মিতভাবে করার জন্য পরামর্শ প্রদান করেন।’
এ আয়োজনটির ব্যাপারে বিইউবিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী বলেন, ‘প্যারেন্টস ডে বিশ্ববিদ্যালয় ও পরিবারের মধ্যে একটি দৃঢ় সেতুবন্ধন তৈরি করেছে, যা খোলামেলা সংলাপ ও পারস্পরিক বোঝাপড়াকে আরও সুদৃঢ় করবে। অভিভাবকদের সক্রিয় সম্পৃক্ততা শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ও একাডেমিক ও পেশাগত সাফল্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক অফিসসমূহ অভিভাবকদের জন্য উন্মুক্ত রাখা হয়, যাতে তারা সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নিতে পারেন। পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশ, যা বিইউবিটির সহযোগিতামূলক শিক্ষাবান্ধব নীতির প্রতিফলন ঘটায়।