বিইউবিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিইউবিটি ভিসি অধ্যাপক ড. এ বি এম শওকত আলী
বিইউবিটি ভিসি অধ্যাপক ড. এ বি এম শওকত আলী   © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ভয়েস বাংলা’র সম্পাদক মোস্তফা ফিরোজ। তিনি তার বক্তব্যে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন এবং বলেন, ‘এই আন্দোলন প্রমাণ করেছে যে তরুণ প্রজন্মই পারে জাতির গতিপথ পরিবর্তন করে একটি সুন্দর ভবিষ্যৎ গঠন করতে।’ তিনি শিক্ষার্থীদের সচেতন, দায়িত্বশীল ও সক্রিয় নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য জনাব এ এফ এম সরওয়ার কামাল। তিনি তার বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীদের সাহসিকতা, বিচক্ষণতা এবং সংগঠিত প্রচেষ্টাই দেশজুড়ে এক নতুন জাগরণের সৃষ্টি করেছিল, যা নতুন দিন নিয়ে এসেছে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিইউবিটি’র মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক চর্চা, মানবিক মূল্যবোধ এবং নাগরিক দায়বদ্ধতার প্রতি অঙ্গীকার স্মরণ করিয়ে দেয়।’ এবং  বিশ্ববরেণ্য নেতৃবৃন্দ ও শাসকদের অনুকরণীয় দৃষ্টান্ত তুলে ধরে আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব কেমন হওয়া উচিত, সে বিষয়ে আলোকপাত করেন।

আলোচনায় আরও অংশ নেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিইউবিটির রেজিস্ট্রার, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণকারী বিইউবিটির শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ