গণবিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দাবিতে আমরণ অনশন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০১৯, ০৫:৪০ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০৫:৪৫ PM
বৈধ উপাচার্যের দাবিতে আমরণ অনশনে বসেছেন গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনে অংশ নেয়া ১৪ শিক্ষার্থীর মধ্যে ৬ জন ছাত্রী এবং ৮ জন ছাত্র। মঙ্গলবার প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেন শিক্ষার্থীরা।
অনশনে বসার কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র পরিষদের সমন্বয়ক শেখ রনি বলেন, আমরা বৈধ উপাচার্যের দাবিতে আমরণ অনশনে বসেছি। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানকে আমাদের সঙ্গে আলোচনায় বসতে হবে। ট্রাস্টি বোর্ড পক্ষ থেকে আলোচনার সিদ্ধান্ত না আসা পর্যন্ত অনশন ছাড়ব না আমরা।
আন্দোলনের প্রথম দিন থেকেই ট্রাস্টি বোর্ডের সঙ্গে আলোচনায় বসার জন্য তাগিদ দিচ্ছে আন্দোলনকারীরা। কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে কোনো যোগাযোগ না করায় শিক্ষার্থীরা চতুর্থ দিনের মতো আন্দোলন করছে।
গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী দ্যা ডেইলি ক্যাম্পাস’কে বলেন, ইউজিসি ও হাইকোর্ট থেকে অনেক আগেই উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে ড. লায়লা পারভীন বানুকে। কিন্তু শিক্ষার্থীরা কোনও কারণ ছাড়াই তাকে অবৈধ হিসেবে দাবি করছেন।
যেখানে সরকার ও হাইকোর্ট থেকে নির্দেশ দেয়া হয়েছে সেখানে তো তাকে না মানার কারণ নেই। শিক্ষার্থীদের হাইকোর্টের নির্দেশের কপিও দেখানো হয়েছে। তারপরও অযৌক্তিক আন্দোলনের কোনো কারণ নেই বলে জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।