ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সম্পন্ন

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট  © টিডিসি

অ্যাকাডেমিক জ্ঞানকে প্রায়োগিক রূপ দিতে উত্তরার বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের মেকানিকাল ও অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা দেশের অন্যতম খ্যাতনামা ভোক্তা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেড-এ একটি ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সম্পন্ন করেছেন।

গতকাল শনিবার (২৪ মে) বিভাগটির সিনিয়র লেকচারার জাহিদ আহসানের তত্ত্বাবধানে এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কোর্ডিনেটর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সোহেল রানা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাসুদ রানা, অটোমোবাইল বিভাগের কোর্ডিনেটর মুস্তাফিজুর রহমান এবং লেকচারার ইউসুফ আলী উপস্থিত ছিলেন। এ সময় ডাবর বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিজিটাকালে ডাবর বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ শিক্ষার্থীদেরকে তাদের প্ল্যান্টে নিয়ে হাতে কলমে শেখানোর চেষ্টা করেন কীভাবে প্রডাকশন হয়। শিক্ষার্থীরা পণ্যের উৎপাদন লাইন, প্যাকেজিং, কাঁচামালের গুণগত মান পরীক্ষা এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ধারণা লাভ করেন। এসময় শিক্ষার্থীরা তাদেরকে বিভিন্ন প্রশ্ন করেন এবং হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন।

শিক্ষার্থীরা জানান, “ইন্ডাস্ট্রিায়াল ভিজিট” আমাদের জন্য খুবই প্রয়োজন। কারণ, কোম্পানিগুলোর সাথে এসকল ভ্রমণের মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি পায়। পাশাপাশি, একটা ইন্ডাস্ট্রি কীভাবে চলে, এর কার্যক্রম এবং নিরাপত্তা ইস্যু সম্পর্কে সুন্দর ধারণা পাওয়া যায়।

আরও পড়ুন: ঢাবির ব্যবসায় শিক্ষায় পুনঃভর্তির ফল হতে পারে আজই, চলছে যাচাই-বাছাই

এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ফাতেহাজ খান বলেন, ডাবর কোম্পানির উৎপাদন প্রক্রিয়া দেখে আমরা অন্তত আসল এবং নকল পণ্যের উৎপাদনের পার্থক্য করতে শিখেছি। এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিট আমাদের আগামীদিনে কর্মক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

বিভাগের সিনিয়র লেকচারার জাহিদ আহসান বলেন, এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট শিক্ষার্থীদের বাস্তবিক জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বইয়ের বাইরে শিল্পখাতের বাস্তবতা দেখতে পারে।

ডাবর বাংলাদেশের কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, শিক্ষার্থীদের এমন আগ্রহ দেখে আমরা মুগ্ধ। ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারদের সঙ্গে জ্ঞান ভাগাভাগি করে নেওয়া আমাদের জন্যও একটি ইতিবাচক অভিজ্ঞতা।

 


সর্বশেষ সংবাদ