প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্কুলে কোয়ালিটি বিষয়ক কর্মশালা

কোয়ালিটি বিষয়ক কর্মশালা
কোয়ালিটি বিষয়ক কর্মশালা  © সংগৃহীত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্কুলের উদ্যোগে কোয়ালিটি টিচিং লার্নিংয়ের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ মে) এ কর্মশালার আয়োজন করা হয়। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের কোয়ালিটি কীভাবে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা যায় সে বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন অধ্যাপক ড. শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় উদ্বোধনী প্রবন্ধ উপস্থাপন করেন ইইই বিভাগের হেড অধ্যাপক ড. শিহাবুদ্দিন। ইঞ্জিনিয়ারিং পড়ালেখার জন্য কোয়ালিটি বেঞ্চমার্ক নির্ধারণ করা, শিক্ষকদেরকে ক্লাস এসেসমেন্টে তৎপরতা, রিসার্চ কোলাবরেশন বাড়ানোর প্রতি তিনি জোর দেন।

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের হেড মোস্তাফিজুর রহমান কোয়ালিটি উত্তরণের জন্য রিসার্চ পাবলিকেশনের ওপর গুরুত্ব আরোপ করেন এবং ডিপার্টমেন্টগুলোকে লং টার্ম এবং শর্ট টার্ম গোল সেট করতে জোর দেন। ওনার আলোচনায় বিগত বছর গুলিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ল্যাবগুলোর যে ক্রমাগত উন্নয়ন হয়েছে, সেই বিষয়ে আলোকপাত করেন তিনি।

পরে স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষকমণ্ডলী যাদের অধিকাংশই বুয়েট ও ঢাকা ভার্সিটির মেধাবী গ্র্যাজুয়েট, ওনারা সবাই নিজ নিজ চিন্তা ভাবনা ও পরামর্শ তুলে ধরেন। এছাড়া স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে তিন ডিপার্টমেন্ট এর কোঅরডিনেটরগণ ওনাদের মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডিন অব ইঞ্জিনিয়ারিং স্কুল অধ্যাপক ড. শহিদুল ইসলাম খান নাঈম তার দিকনির্দেশনা প্রদান করেন ও শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। এছাড়া কোয়ালিটি প্যারামিটার, রিসার্চ কোলাবেরশন, ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের গুরুত্ব, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সল্যুশনের গুরুত্ব, ওপেন এন্ডেড ল্যাব ডিজাইন, ওয়াশিংটন অ্যাকর্ড এর মূলনীতি, ও আইইবি বাংলাদেশের গাইডলাইন শিক্ষকদের সামনে তুলে ধরেন। এই বিষয়গুলোর আলোকে নিজ নিজ কোর্স ম্যাটেরিয়াল প্রিপেয়ার করার নির্দেশনা দেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশের শিক্ষাবিদ ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. আনোয়ারুল কবির। তিনি তার বক্তব্যে কোয়ালিটি এডুকেশনকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা প্রদান করেন।

উল্লেখ্য, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অত্যন্ত সুনামের সাথে ৩টি ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রদান করে যাচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় উন্নতমানের এবং অত্যাধুনিক ল্যাব সেটাপ করা হয়েছে, যেমন ইনভেশন ল্যাব, অ্যাডভান্স রিসার্চ ল্যাব, মাইক্রোপ্রসেসর এন্ড ইন্টারফেসিং ল্যাব, মেশিন ল্যাব, ইলেক্ট্রনিক্স ল্যাব, এনার্জি কনভারশন ল্যাব, ডিজিটাল ইলেক্ট্রনিক্স ল্যাব, কমিউনিকেশন ল্যাব, ইত্যাদি। এর মাধ্যমে থিওরিটিক্যাল পড়ালেখার পাশাপাশি প্র্যাকটিক্যাল বিষয়েও যুগোপযোগী জ্ঞান লাভ করছে শিক্ষার্থীরা।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ৩টি ইঞ্জিনিয়ারিং বিভাগে এ মুহূর্তে প্রায় তিন হাজার শিক্ষার্থী পড়ালেখা করছে যাদের মাঝে অনেকেই এসএসসি ও এইচএসসি তে জিপিএ ৫ ও গোল্ডেন এ প্লাস প্রাপ্ত। তাদের পাঠদানের জন্য দেশ বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করা পঞ্চাশের অধিক ফুলটাইম ও পর্যাপ্ত পার্ট টাইম ফ্যাকাল্টি কর্মরত আছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence