জার্মান ইউনিভার্সিটি বন্ধ হলো
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৮:৫৭ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৭:০৭ PM
গাজীপুরে অবস্থিত জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। ৬ষ্ঠ জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘অনিবার্য কারণবশত’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল ছাত্রছাত্রী এবং কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শুক্রবার (১৬ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
তবে ঠিক কী কারণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি বিজ্ঞপ্তিতে।