দীর্ঘ প্রতীক্ষার পর আজ নিজস্ব ক্যাম্পাসে যাচ্ছে সোনারগাঁও ইউনিভার্সিটি

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস
সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস  © সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর নিজস্ব ক্যাম্পাসে যাচ্ছে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় (এসইউ)। আজ শনিবার (৩ মে) এ উপলক্ষ্যে বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিজস্ব ক্যাম্পাসে যেতে পারায় উৎচ্ছাস প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। 

জানা গেছে, রাজধানীর খিলগাঁওয়ের দাসেরকান্দিতে অবস্থিত এ স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি, এসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, উপদেষ্টামণ্ডলী, উপাচার্য, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত), ট্রেজারারসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।

জার্নালিজম বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী স্নেহা বলেন, স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার খবর আমাদের জন্য খুবই আনন্দদায়ক বিষয়। শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির মাঝখানে পড়াশোনা করার সুযোগ পেয়ে আমরা খুবই উচ্ছ্বসিত এবং আমাদের লেখাপড়ার মানোন্নয়ন এর লক্ষ্যে বেশ ভালো হবে। 

আরো পড়ুন: সামাজিক ব্যবসা শিক্ষা বিশ্ববিদ্যালয় হবে গ্রামীণ ইউনিভার্সিটি

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক সিনিয়র শিক্ষার্থী হাসিবুল হাসান জানান, আমরা অনেকদিন ধরে এই দিনের জন্য অপেক্ষা করেছি। স্থায়ী ক্যাম্পাসে ক্লাস, ল্যাব ও অন্যান্য সুযোগ-সুবিধা আমাদের শিক্ষা ও ক্যারিয়ার গঠনে বড় অবদান রাখবে।

সিএসসি বিভাগ থেকে সদ্য স্নাতক পাশ হওয়া এক শিক্ষার্থী আবেগঘন কণ্ঠে বলেন, কিছুদিন আগে সেমিস্টার ফাইনাল দিয়ে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করলাম। এই দিনের জন্য অনেক প্রতীক্ষা করেছিলাম। কিন্তু স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মুহূর্তে শিক্ষার্থী হয়ে উপস্থিত থাকতে পারছি না—এটা কষ্টদায়ক। তবে নতুন প্রজন্ম এই সুযোগ পেয়েছে, তারা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করবে, এই প্রত্যাশা রাখি।

আনুষ্ঠানিক উদ্বোধন বিষয়ে সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) প্রফেসর শামীম আরা হাসান ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমার শিক্ষার্থীরা ভালো মানসম্মত লেখাপড়া করবে এটাই আমি চেয়েছিলাম।‌

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের রাস্তাটি চলাচলের অনুপযোগী ছিল। এখন আশাকরি খুব দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয়ের রাস্তাটি বাস্তবায়ন হবে। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমাদেরকে এই বিষয়ে যথেষ্ট সহযোগিতা করছে। আমরা আপাতত চারটি বিভাগের ক্লাস শুরু করব। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের কার্যক্রম‌ চালু হবে রাস্তার সম্পূর্ণ কাজ বাস্তবায়ন হলে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence