নর্থ সাউথ ও ম্যাকইওয়ান বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতা জোরদার

বৈঠক অনুষ্ঠিত হয়েছে
বৈঠক অনুষ্ঠিত হয়েছে  © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং কানাডার ম্যাকইওয়ান বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা আরও জোরদার করতে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) এনএসইউ ক্যাম্পাসে এক দিনের কর্মসূচির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা পারস্পরিক অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।  

ম্যাকইওয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে ছিলেন ম্যাকইওয়ান ইন্টারন্যাশনালের পরিচালক এরিন উইট এবং অধ্যাপক ও অ্যাসোসিয়েট ডিন-ডেভেলপমেন্ট ড. স্যামুয়েল মুগো।  

এনএসইউর পক্ষে উপস্থিত ছিলেন বায়োকেমিস্ট্রি ও মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ার ড. মো. মাইনুল হোসেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপারসন ড. সৈয়দ মর্তুজা আসিফ এহসান, এবং আইন বিভাগের অধ্যাপক ও মানবিক ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন ড. মো. রিজওয়ানুল ইসলাম। এছাড়াও, এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের কো-অর্ডিনেশন অফিসার তাসনিয়া আজমেরি মাদিহা ও ইন্টারন্যাশনাল এফেয়ার্স অফিসার সামিনা আলম মিতি উপস্থিত ছিলেন।  

বৈঠকে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা অংশীদারিত্ব, শিক্ষার্থী বিনিময় প্রোগ্রাম এবং একাডেমিক উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। সফরের সময়, ড. স্যামুয়েল মুগো “লিভারেজিং ইন্টারন্যাশনাল পার্টনারশিপস: ট্রান্সডিসিপ্লিনারি রিসার্চ ইন আর্টস অ্যান্ড সায়েন্স অ্যাট ম্যাকইওয়ান ইউনিভার্সিটি” শীর্ষক একটি প্রেজেন্টেশন দেন।  

এনএসইউ এবং ম্যাকইওয়ান বিশ্ববিদ্যালয়ের এই অংশীদারিত্ব একাডেমিক ও গবেষণা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence