নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

এনএসইউতে অগ্নিনির্বাপণ মহড়া
এনএসইউতে অগ্নিনির্বাপণ মহড়া   © টিডিসি ফটো

অগ্নিসচেতনতা বাড়াতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এ মহড়া অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে অগ্নিকাণ্ডের জরুরি পরিস্থিতি মোকাবিলায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের করণীয় ও বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিসহ যে-সব ক্ষেত্রে উন্নতি প্রয়োজন, সেই বিষয়গুলো চিহ্নিত করা হয়।

বারিধারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ক একটি সেমিনার পরিচালনা করেন। এরপর সাইরেনের শব্দের মাধ্যমে মহড়া শুরু হয়। এসময় সকল শ্রেণিকক্ষ, অফিস ও অন্যান্য স্থান দ্রুত খালি করার নির্দেশ দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা অংশগ্রহণকারীদের নিরাপদে এনএসইউ প্লাজা এলাকায় নিয়ে যান। 

নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী, সকল লিফট বন্ধ করে দেওয়া হয় এবং অংশগ্রহণকারীদের সিঁড়ি ব্যবহার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে অগ্নিনির্বাপণ ও এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর পদ্ধতিও প্রদর্শন করা হয়। 

মহড়া পরিচালনার জন্য বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ধন্যবাদ জানিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘ক্যাম্পাসে অবস্থানরত সকলের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই মহড়ার মাধ্যমে আমাদের সীমাবদ্ধতাসমূহ সম্পর্কে জানতে পেরেছি। সব শিক্ষা প্রতিষ্ঠানেই এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা জরুরি। সচেতনতা বাড়ানো গেলে যে কোন ধরনের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব।’

মহড়া অনুষ্ঠানে কেউ যেন আতঙ্কিত না হোন, সেই আহ্বান জানান তিনি এবং মহড়া অনুষ্ঠানকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউ কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান, প্রশাসন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো: নুরুল মোমেন খান, পরিচালন ও রক্ষণাবেক্ষণ পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন, প্রকল্প পরিচালক মো. মুশতাক হাবিবসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।


সর্বশেষ সংবাদ