কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০২:২১ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৫, ১১:৫৪ PM

বর্তমানে উচ্চ মাধ্যমিক শেষ করা একটি বড় অংশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বেসরকারি এসব উচ্চশিক্ষালয়ের কয়েকটিতে এরই মধ্যে আবেদন গ্রহণ শেষ হয়েছে। কোথাও চলছে। কোথাও-বা শিগগিরই শুরু হবে। সব তথ্য জেনে নেওয়া যাক একসঙ্গে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
সামার ২০২৫ সেমিস্টারে স্নাতক পর্যায়ের প্রোগ্রামগুলোতে আগামী ৮ এপ্রিল পযর্ন্ত আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে ১১ এপ্রিলে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
সামার ২০২৫ সেমিস্টারে স্নাতক পর্যায়ের প্রোগ্রামগুলোতে ভর্তির জন্য আগামী ২২ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
সামার ২০২৫ সেমিস্টারে স্নাতক পর্যায়ের প্রোগ্রামগুলোতে ভর্তির জন্য আগামী ১৪ মে পর্যন্ত আবেদন করা যাবে। শনিবার (১৭ মে) সকাল ১০টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)
সামার ২০২৫ সেমিস্টারে স্নাতক পর্যায়ের প্রোগ্রামগুলোতে ভর্তির জন্য আগামী ১০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ এপ্রিল সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। ফলাফল পকাশিত হবে আগামী ২০ এপ্রিল।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)
উচ্চশিক্ষালয়টির সামার ২০২৫ সেমিস্টারে স্নাতক পর্যায়ের প্রোগ্রামগুলোতে ভর্তির জন্য আগামী ১৬ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
আহ্ছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
ফল ২০২৫ সেমিস্টারে স্নাতক পর্যায়ের প্রোগ্রামগুলোতে ভর্তির আবেদন গত ১৯ ফেব্রুয়ারি শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ
বিশ্ববিদ্যালয়টির সামার ২০২৫ সেমিস্টারে স্নাতক পর্যায়ের প্রোগ্রামগুলোতে ভর্তির আবেদন আগামী ১৫ এপ্রিল শেষ হবে। ভর্তি পরীক্ষা আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: এবার ইউজিসির ‘নজরদারি’তে কতদিন থাকবে সাত কলেজ?
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
স্প্রিং ২০২৫ সেমিস্টারে স্নাতক পর্যায়ের প্রোগ্রামগুলোতে সংশ্লিষ্ট বিভাগের ভর্তির আবেদনের তারিখ, শেষ সময় ও পরীক্ষার তারিখ জানতে এখানে ক্লিক করুন।
গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ফল ২০২৫ সেমিস্টারে স্নাতক পর্যায়ের প্রোগ্রামগুলোতে ভর্তির আবেদন আগামী ২৫ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে।