সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি পেলেন শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ

সমাবর্তনে সনদ নিচ্ছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ
সমাবর্তনে সনদ নিচ্ছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ  © টিডিসি ফটো

সাউথইস্ট ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তনে আইন বিভাগ থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। গত ২৭ ফেব্রুয়ারি পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে স্নিগ্ধ আইন বিভাগ থেকে এ ডিগ্রি লাভ করেন।

স্নিগ্ধ তার কৃতিত্বের জন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রশংসিত হয়েছেন। তার জমজ ভাই মীর মাহফুজুর রহমান মুগ্ধ ২০২৪ সালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন। তিনি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী। মুগ্ধের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন স্নিগ্ধ।

আরো পড়ুন: উন্নয়ন প্রকল্পের প্রতিবেদন জমা দেয়নি ৮ বিশ্ববিদ্যালয়, অগ্রগতি নিয়ে ধোঁয়াশা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সমাবর্তনে সভাপতিত্ব করেন। তিনি সমাবর্তনে স্নাতক শিক্ষার্থীদের হাতে ডিগ্রির সনদ তুলে দেন।

অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ, সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড চেয়ারম্যান রেজাউল করিম, উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!