প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে খুন হলেন বিশ্ববিদ্যালয় ছাত্র
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬ PM

খুলনায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে খুন হলেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজকীর আহমেদ। সাত দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনার খানজাহান আলী থানার গিলাতলা বালুর ঘাট এলাকায় ভৈরব নদী থেকে বস্তাবন্দি অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাজকীর আহমেদ ঢাকার ধানমন্ডির বাসিন্দা। গত ২১ ফেব্রুয়ারি তিনি নগরীর গোয়ালখালী এলাকায় মামার বাড়িতে আসেন। সেখান থেকে প্রেমিকা সীমার সঙ্গে দেখা করতে খালিশপুরে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
শিক্ষার্থীর বাবা মুরাদ হোসেন ২২ ফেব্রুয়ারি খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৫ ফেব্রুয়ারি সাতজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় সীমাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রেমিকা সীমা পুলিশের কাছে দাবি করেছেন, তার মোবাইল ব্যবহার করে তাজকীরকে ডেকে নেয় তার সাবেক স্বামী অভি। ঘটনার পর থেকে অভি পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে স্থানীয়রা ভৈরব নদীর তীরে বস্তাবন্দি অবস্থায় একটি লাশ দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তাজকীরের পরিবারের সদস্যরা সেটি শনাক্ত করেন।
খানজাহান আলী থানার ওসি কবীর হোসেন জানান, লাশটি কয়েক দিন পানিতে থাকায় কীভাবে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।