দুই শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে রামপুরা ব্রিজে শিক্ষার্থীদের অবস্থান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ PM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ PM
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধারাবাহিক হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে রাজধানী ঢাকার রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ করছেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল চারটার পর তাঁরা সড়কে অবস্থান নেন। এতে ব্রিজের পূর্ব পাশের দুই লেনে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। সমাবেশের পাশাপাশি তাঁরা রাতে মশালমিছিল করবেন বলে জানিয়েছেন।
শিক্ষার্থীরা জানান, দুই শিক্ষার্থী হত্যার বিচারের পাশাপাশি তাঁরা সারা দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র–জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানাচ্ছেন।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ভোরে গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এছাড়াও একই দিন নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ সীমান্ত। এর দুই দিন পর ১৪ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।