এনএসইউতে ‘ইন্দো-প্যাসিফিক যুগে বাংলাদেশ’ শীর্ষক লেকচার

নর্থ সাউথ ইউনিভার্সিটি
নর্থ সাউথ ইউনিভার্সিটি  © টিডিসি ফটো

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ‘ইন্দো-প্যাসিফিক যুগে বাংলাদেশ’ শিরোনামে একটি লেকচার আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ূন কবির। বর্তমান প্রেক্ষাপটে ইন্দো- প্যাসিফিক ভৌগলিক অবস্থার বিবেচনায় বাংলাদেশের নিরাপত্তা, অর্থনীতি এবং কূটনৈতিক সম্পর্কের নতুন দিক উন্মোচন এবং এর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কি করণীয় সেই বিষয় নিয়ে এই সেমিনার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

হুমায়ূন কবির তার বক্তব্যে বলেন, ‘একটি অস্থির বৈশ্বিক পরিবেশে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের ঘরোয়া পরিস্থিতিকে দৃঢ় করা যেন বৈশ্বিক অনিশ্চয়তা থেকে উদ্ভূত চাপের মোকাবেলা করতে পারি, এবং আমাদের সব স্ট্রাটেজিক পার্টনারদের সঙ্গে সক্রিয় সহযোগিতা আরও জোরদার করতে পারি। তিনি আরো বলেন, বাংলাদেশকে তার জাতীয় নিরাপত্তা রক্ষা, অর্থনৈতিক স্বার্থ এগিয়ে নেয়া, এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিতে অবদান রাখার জন্য নতুন এই বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে শিখতে হবে।’

প্রশ্নোত্তর পর্বে শিক্ষক ও শিক্ষার্থীরা বাংলাদেশের আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাবের বিষয়টি বিশ্লেষণ করেন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ভূমিকা কী হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।  

অনুষ্ঠানটিতে উদ্বোধনী বক্তব্য রাখেন এনএসইউ’র স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ড. রিজওয়ানুল ইসলাম। তিনি বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক সম্পর্কের উন্নতির প্রসঙ্গ আলোচনা করে বাংলাদেশের মতো একটি কম শক্তিশালী রাষ্ট্রের জন্য 'শক্তিই জ্ঞান' উপলব্ধি ভিত্তিক নীতি নয়, বরং অন্তর্ভুক্তিমূলক এবং জ্ঞানভিত্তিক নীতি-নির্ধারণ এবং কূটনৈতিক কৌশলের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান। সমাপনী বক্তব্যে ড. অধ্যাপক আবদুর রব খান বলেন, এই অঞ্চলের আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে সম্পর্কের জটিলতা এবং আঞ্চলিক প্রতিযোগিতা বাংলাদেশকে নতুন চ্যালেঞ্জ ও সুযোগের সম্মুখীন করেছে। বাংলাদেশের জন্য এই ইন্দো-প্যাসিফিক যুগ একটি নতুন সম্ভাবনার যুগ হিসেবে আবির্ভূত হতে পারে। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনএসইউ’র সেন্টার অফ পিস স্টাডিজের পরিচালক ড. এম জসিম উদ্দিন। তিনি বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা ও ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রধান বক্তাকে একটি শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ