বাংলা ভাষার ঐতিহ্য সংরক্ষণে এনএসইউতে আলোচনা সভা

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
এনএসইউতে অধ্যাপক ড. সলিমুল্লাহ খান

এনএসইউতে অধ্যাপক ড. সলিমুল্লাহ খান © সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ২০২৫ উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এনএসইউ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের সাবেক জ্যেষ্ঠ প্রকৌশলী শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ-এর কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্বাগত বক্তব্যে এনএসইউ-এর রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন বলেন, ‌‘ভাষা হলো আত্মার জানালা। আত্মার মুক্তি ছাড়া যেমন মননশীলতার বিকাশ সম্ভব নয়, তেমনি ভাষার স্বাধীনতা ছাড়া কোনো জাতি প্রকৃত অর্থে মুক্ত হতে পারে না।’

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, ‘ইতিহাস শুধু অতীতের গল্প নয় বা অতীত-বর্তমানের সংযোগমাত্র নয়। ইতিহাস হলো বর্তমান থেকে দেখা অতীত। তাই যখন বর্তমানের প্রেক্ষাপট পরিবর্তিত হয়, তখন ইতিহাসের দৃষ্টিভঙ্গিও বদলায়।’

শহীদুল ইসলাম বলেন, ‘বাংলা ভাষার প্রসঙ্গে আবেগের পাশাপাশি বাস্তব প্রয়োগও জরুরি। আমাদের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে আরও বেশি উদ্যোগ নিতে হবে।’

অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এনএসইউ-এর উপাচার্য আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁদের চরম আত্মত্যাগের ফলেই আমরা আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে পেরেছি।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক আবদুর রব খান বলেন, ‘একুশের মূল চেতনা ছিল মাতৃভাষার পুনর্জাগরণ, গবেষণা প্রচার এবং সকল স্তরে মাতৃভাষার শিক্ষা বিস্তার। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের আরও কাজ করতে হবে।’

অনুষ্ঠানের শেষ অংশে এনএসইউ সাংস্কৃতিক সংঠন (NSUSS) ও এনএসইউ সিনে ও ড্রামা ক্লাবের পরিবেশনায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সন্তানদের শিক্ষা ভাতা ১৫০০ টাকা বৃদ্ধির সুপারিশ পে-কমিশনের,…
  • ২২ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হ…
  • ২২ জানুয়ারি ২০২৬
রুয়েট ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ১৪ ভর্তিচ্ছু
  • ২২ জানুয়ারি ২০২৬
কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ শটগানের গো…
  • ২২ জানুয়ারি ২০২৬
বহিষ্কার হলেন বিএনপির আরেক নেতা দেলোয়ার হোসেন
  • ২২ জানুয়ারি ২০২৬