আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে এনএসইউ 

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৩ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এনএসইউ

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এনএসইউ © সংগৃহীত

যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার এবং এনএসইউ ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক সৈয়দ মানসুর হাশিম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ দিন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আজিম উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের চারটি স্কুলের ডিন এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভাষা শহীদদের অসামান্য আত্মত্যাগ এবং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে গভীরভাবে স্মরণ করা হয়। পাশাপাশি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এনএসইউর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

ধানের শীষে ভোট দিন, করব কাজ-গড়ব দেশ: তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের ভোগ…
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের বৈঠকে যেসব আলোচনা হতে প…
  • ২২ জানুয়ারি ২০২৬
নারী কণ্ঠে প্রতারণা করে ৭৬ লাখ টাকার সম্পদ অর্জন, বাজেয়াপ্ত…
  • ২২ জানুয়ারি ২০২৬
মাদ্রাসা প্রধানের পদ শূন্য প্রায় তিন হাজার
  • ২২ জানুয়ারি ২০২৬
ইসির তালিকায় কোন অঞ্চলে কত জন প্রার্থী, দেখুন এখানে
  • ২২ জানুয়ারি ২০২৬