ইউআইটিএস-এ মহান বিজয় দিবস উদ্যাপন
- ইউআইটিএস প্রতিনিধি
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ PM
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সে (ইউআইটিএস) মহান বিজয় দিবস-২০২৪ উদ্যাপন করা হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভুঁইয়া সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোশাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর মো. তারিকুল ইসলাম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস, সহকারী প্রক্টর জনাব মো. সাইফুল ইসলাম ও জনাব সাব্বির হাওলাদার, ডেপুটি রেজিস্ট্রার (লজিস্টিকস) মো. আশরাফুল হক, জনসংযোগ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, আইটি অফিসার মো. সাফাত-আল-আরাফাত, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় ক্লাবের প্রতিনিধিসহ অন্যান্য শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ভাটারাস্থ নিজস্ব ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।