ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ফার্মা কার্নিভ্যাল

উদ্বোধনী অনুষ্ঠান
উদ্বোধনী অনুষ্ঠান  © সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ‘ফার্মা কার্নিভ্যাল ২০২৪’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরের পেশাজীবী, গবেষক, শিক্ষক, এবং শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানে নতুন প্রযুক্তির উদ্ভাবন, জ্ঞানের বিতরণ এবং কমিউনিটির মিলন মেলা হিসেবে আয়োজিত হচ্ছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস আফতাবনগরে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

ফার্মা কার্নিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি, ড. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, উপ উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক এবং ফার্মেসি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. আমিরুল ইসলাম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে ড. খলিলুর রহমান জাতীয় ঔষধনীতিতে যেন জনস্বার্থ রক্ষা হয় সে বিষয়ে সবাইকে আওয়াজ তুলতে আহ্বান জানান। একইসাথে এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে ফার্মাসিস্টদের জোরদার ভূমিকা প্রত্যাশা করেন।

কার্নিভ্যালে শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠান এবং কসমেটিক কোম্পানিসহ মোট ৩৭টি প্রতিষ্ঠান বিভিন্ন স্টলের মাধ্যমে পণ্য ও প্রযুক্তির প্রদর্শন করছে। কার্নিভ্যাল সেমিনার, দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং ১১ জন প্রখ্যাত ফার্মাসিস্টের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা রয়েছে।

এসব আলোচনায় ফার্মাসি শিল্পের চ্যালেঞ্জ এবং এর সমাধান নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কার্নিভ্যালে শিক্ষার্থীরা পোস্টার প্রদর্শনী, ফার্মা অলিম্পিয়াড, ৩ মিনিটের থিসিস প্রতিযোগিতা এবং তাৎক্ষণিক বক্তৃতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence