সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘আত্মত্যাগের চেতনায় আগামীর বাংলাদেশ’

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘আত্মত্যাগের চেতনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘আত্মত্যাগের চেতনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল  © সৌজন্যে প্রাপ্ত

ছাত্র–জনতার অভ্যুত্থানে বেসরকারি সাউথইস্ট ইউনিভার্সিটির চার শহীদসহ নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে ‘আত্মত্যাগের চেতনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  শনিবার (২৩ নভেম্বর) সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাইখ মাহদী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম।

অন্য অতিথিদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, জাতীয় নাগরিক কমিটির লেখক ও সদস্য তুহিন খান, অ্যাকটিভিস্ট ও রাজনীতি বিশ্লেষক সাইয়্যেদ আবদুল্লাহ, সাউথইস্ট ইউনিভার্সিটির সহ–উপাচার্য অধ্যাপক এম মোফাজ্জল হোসেন ও স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন এবং আহ্বায়ক, অনুষ্ঠান উদ্‌যাপন কমিটি, অধ্যাপক ফারহানা হেলাল মেহতাব এ অনুষ্ঠানে বক্তব্য দেন।

শহীদ পরিবারের সম্মানিত সদস্যরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের হাতে বিশ্ববিদ্যায়ের পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ