মানারাত ইউনিভার্সিটিতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও প্রীতি সমাবেশ

দোয়া ও প্রীতি সমাবেশ
দোয়া ও প্রীতি সমাবেশ  © টিডিসি ফটো

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটিতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার(২১ নভেম্বর) আশুলিয়ায় বিশ্ববিদ্যালেয়র স্থায়ী ক্যাম্পাসে এ দোয়া ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ সেলিম উদ্দীন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আয়োজনে এ দোয়া ও প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো: মাহবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শহীদ শাকিল হোসেনের বাবা বেলায়েত হোসেন প্রমুখ। 

প্রধান অতিথি মুহাম্মদ সেলিম উদ্দীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা দিতে অন্তবর্তী সরকারের কাছে জোর আহবান জানিয়ে বলেন, শহীদদের রক্তের ওপর দিয়ে এ সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু আফসোস আজ পর্যন্ত শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেয়নি। এমনকি শহীদদের পূর্ণাঙ্গ তালিকা পর্যন্ত প্রকাশ করতে পারেনি। যারাই আগামীতে ক্ষমতায় আসবেন তাদেরকে শহীদদের রক্তের মর্যাদা দিয়েই ক্ষমতায় আসতে হবে এবং টিকে থাকতে হবে। 

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, শহীদদের পরিবারের সদস্যরা যেন উন্নত জীবন-যাপনের অভাবে কোনরূপ কষ্ট না পান তা সরকারকে নিশ্চিত করতে হবে। বাজারে জিনিসপত্রের দাম জনগণের নাগালের ভিতরে নিয়ে আসার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান। সমাজে  সকল প্রকার বৈষম্য দূর না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে চূড়ান্ত লড়াই চালিয়ে যাওয়ার তিনি দীপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন। 

আমরা একটি মানবিক ইউনিভার্সিটি ও মানবিক বাংলাদেশ চাই উল্লেখ করে তিনি সেই মানবিক দেশ গড়ার আন্দোলনে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ সমাজের সচেতন মহলকে এগিয়ে আসারও আহবান জানান এসময়। 

সভাপতির বক্তৃতায় প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শহীদ শাকিল হোসেন ও আহনাফ আবির আশরাফুল্লাহসহ সকল শহীদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, গত পতিত সরকার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ছিনতাই করে নিয়ে গিয়েছিল। শহীদদের রক্তের বিনিময়ে তা আবার আমরা ফিরে পেয়েছি। তাই দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত একদল আদর্শবান ও প্রশিক্ষিত মেধাবী প্রজন্ম উপহার দেয়ার যে লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল তা বাস্তবায়নে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সবাইকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

প্রীতি সামাবেশ শেষে আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্টিত হয়।


সর্বশেষ সংবাদ