প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট উদযাপন

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট
প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট  © টিডিসি ফটো

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত উদ্ভাবন, প্রযুক্তি এবং সৃজনশীলতার রোমাঞ্চকর সপ্তাহ ‘সিএসই ফেস্ট-২০২৪’। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) ছিল মন মাতানো কনসার্টের আয়োজন। 

সপ্তাহব্যাপী এই উৎসবটি ঘিরে ছিল প্রতিযোগিতা, কর্মশালা এবং গুণীজনের আলোচনার বৈচিত্রপূর্ণ সমাহারl

আয়োজনের শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রেসিডেন্সী ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল কবির। ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খানের (নাঈম) সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার জনাব সাকির হোসেন, সিনিয়র প্রফেসর হাকিকুর রহমান, ইইই ডিপার্টমেন্ট এর হেড প্রফেসর ড. শিহাবুদ্দিন, হেড অব অ্যাডমিশন জনাব জাহিদ হাসান ও বিভিন্ন বিভাগীয় প্রধাধ, শিক্ষক ও শিক্ষার্থীরা। 

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে আগামী বিশ্বের নেতৃত্ব দেয়া এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের কৃত্তিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও মেশিন লার্নিং ইত্যাদি বিষয়ে দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

সপ্তাহব্যাপী এই আয়োজনে আকর্ষণীয় ইভেন্টগুলির মধ্যে ছিল একটানা ৭২ ঘণ্টা ব্যাপী কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) কনটেস্ট, যা শিক্ষার্থীদের বাস্তব-বিশ্বের চ্যালেঞ্জগুলির জন্য এআই সমাধান বিকাশে উৎসাহ দিয়েছে। 

এছাড়াও ছিল ক্যারিয়ার বিষয়ক সেমিনার যেখানে বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিবিদগন শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের নিমিত্তে তাদের দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরেছিলেন।

আয়োজনের মধ্যে আরও ছিল শিক্ষার্থীদের জ্ঞান যাচাইয়ের জন্য কুইজ প্রতিযোগিতা, কোডিং দক্ষতা যাচাইয়ের জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতা, ঘরোয়া ও বন্ধুত্বপূর্ণ ই-গেমস টুর্নামেন্ট এবং রোবটিক্স ও ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা যেখানে এ খাতের বিশেষজ্ঞদের দ্বারা হাতে-কলমে অভিজ্ঞতা প্রদান করা হয়েছে। 

এছাড়াও আন্ত:বিশ্ববিদ্যালয় রিসার্চ পোস্টার প্রেজেন্টেশন এ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যাধুনিক গবেষণা ও সৃজনশীল প্রকল্পগুলো প্রদর্শন করেছেন। সর্বোপরি ২০ নভেম্বর শিক্ষক বনাম শিক্ষার্থীদের প্রীতি ক্রিকেট ম্যাচ সিএসই ফেস্টকে একটি মজাদার আবহ প্রদান করেছে। 

উৎসবটির সর্বশেষ দিন ২১শে নভেম্বর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়েছে যা তাদেরকে সহপাঠী এবং সিনিয়রদের সাথে সংযোগ স্থাপনের সুযোগ করে দিয়েছে।

ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. শহিদুল ইসলাম খান (নাঈম) উৎসব সম্পর্কে তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সিএসই ফেস্ট ২০২৪’ শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি এবং সৃজনশীলতা বিকাশের একটি চমৎকার ক্ষেত্র তৈরি করতে পেরেছে। এই বছরের অংশগ্রহণকারীদের উদ্ভাবনী দক্ষতা দেখে আমরা উচ্ছ্বসিত।

তিনি এই ফেস্টের সকল অতিথিদেরকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বাগত জানান যাদের মধ্যে প্রফেসর ড. কায়কোবাদ, প্রফেসর ড. আলিম আল ইসলাম, প্রফেসর ড. গোলাম রবিউল আলম, প্রফেসর ড. ফারজানা আলম বিশেষভাবে উল্লেখযোগ্য।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence