মানারাত ইউনিভার্সিটিতে বৃক্ষরোপন কর্মসূচি পালিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪ PM
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বুরো বাংলাদেশ-এর সৌজন্যে রোববার (১ সেপ্টেম্বর) আশুলিয়া ক্যাম্পাসে ফলজ, ওষুধি ও শোভাবর্ধক গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব।
বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলা এ কর্মসূচির উদ্দেশ্য। কর্মসূচির আওতায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রায় দুই শ' গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলম, রেজিস্ট্রার ড. মোয়াজ্জম হোসেন, সিএসই বিভাগের প্রধান মো. রফিকুল ইসলাম, ইইই বিভাগের প্রধান কে. এম. আক্তারুজ্জামান, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মো. রুহুল আমীন, সিজিইডির সহযোগী অধ্যাপক ড. মুহাম্মাদ আবুল কালাম আজাদ, বুরো বাংলাদেশের ঢাকা উত্তর বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ মুস্তাফিজুর রহমান রাহাত, সাভার অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান প্রমুখ।