নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফিলিস্তিনি নারীদের জন্য বৃত্তি ঘোষণা

২১ মে ২০২৪, ০৭:৪৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৭ PM

© সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘আন্তর্জাতিক আইনে প্যালেস্টাইনের স্বীকৃতি এবং রাষ্ট্রদূত হিসেবে আমার জীবন’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) এনএসইউ মুট কোর্ট রুমে এনএসইউ আইন বিভাগ অনুষ্ঠানটি আয়োজন করে। ফিলিস্তিনের জন্যে এক মিনিট নীরবতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক আইনের একাডেমিক ও ব্যবহারিক দক্ষতা বাড়ানোর জন্য এ ধরনের আলোচনার গুরুত্বের ওপর জোর দেন। এছাড়াও উপচার্য রাষ্ট্রদূতের কাছে ১৬ জন ফিলিস্তিনি শিক্ষার্থীকে ফুল স্কলারশিপ দেওয়ার অঙ্গীকার করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত জনাব ইউসুফ এস ওয়াই রামাদান। রাষ্ট্রদূত তার বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে প্যালেস্টাইনের স্বীকৃতির পিছনে আন্তর্জাতিক আইনি জটিল দিকগুলি তুলে ধরেন। পাশাপাশি শ্রোতাদের সঙ্গে রাষ্ট্রদূত হিসেবে তাঁর অভিজ্ঞতা থেকে ব্যক্তিগত কিছু ঘটনাও তুলে ধরেন।

উদ্বোধনী বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক এসকে তৌফিক এম হক। অধ্যাপক তৌফিক এম হক রাষ্ট্রীয় স্বীকৃতি সংক্রান্ত আন্তর্জাতিক আইনি কাঠামো বোঝার তাৎপর্য এবং বৈশ্বিক কূটনীতি ও শান্তির জন্য এর প্রভাব নিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইনের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম তাৎপর্যপূর্ন বক্তব্য প্রদান করেন। ড. ইসলাম ফিলিস্তিনের স্বীকৃতির জন্য প্রাসঙ্গিক আইনী নজির এবং আন্তর্জাতিক চুক্তিগুলির গভীর বিশ্লেষণ করে বলেন, প্যালেস্টাইনের কূটনৈতিক প্রচেষ্টায় চ্যালেঞ্জ এবং সুযোগের একটি বিস্তৃত জায়গা রয়েছে।

সেশনটি সঞ্চালনা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র লেকচারার সাকিব রহমান। সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ব্যারিস্টার আরাফাত হোসেন খান। তিনি বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরার জন্য রাষ্ট্রদূত জনাব ইউসুফ এস ওয়াই রামাদান এর প্রতি এবং অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অনুষ্ঠানটি সফল করতে আয়োজক প্রতি ধন্যবাদ জানান।

 
ময়লা-পানি, ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৪ জানুয়ারি ২০২৬
নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে তরুণদের চিন্তাভাবনা-অবদান গুরুত…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বেরোবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসি…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ঢাবিতে প্ল্যান্ট টিস্যু কালচার ও বায়োটেকনোলজি বিষয়ক আন্তর্জ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিকাশ নিয়োগ দেবে সিনিয়র অফিসার, আবেদন শেষ ২৮ জানুয়ারি
  • ২৪ জানুয়ারি ২০২৬