সশরীরেই চলবে আইইউবিএটির ক্লাস-পরীক্ষা, ড্রেস কোডে শিথিলতা

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)

দেশব্যাপী চলমান তীব্র তাপদাহে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম স্থগিত বা অনলাইনে হওয়ার সিদ্ধান্ত হলেও সশরীরেই চলবে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এর ক্লাস পরীক্ষা। 

আগামী মে মাস হতে সেমিস্টার ফাইনাল হওয়ায় বিশ্ববিদ্যালয়টিতে শ্রেণি কার্যক্রম চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। তাই এই মুহূর্তে অনলাইনে হচ্ছে না শ্রেণি কার্যক্রম। তবে তাপদাহের ফলে শিক্ষার্থীদের ড্রেস কোডে শিথিলতা এনেছে আইইউবিএটি।

আইইউবিএটির রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ লুৎফর রহমান জানান, ‘আগামী মাস থেকে সেমিস্টার ফাইনাল বিধায় আইইউবিএটিতে ক্লাস চলবে ২৫ এ এপ্রিল পর্যন্তই। তবে ড্রেস কোডে শিথিলতা আনা হয়েছে।’

 

সর্বশেষ সংবাদ