উত্তরা ইউনিভার্সিটিতে নারী দিবস উদ্‌যাপন

০৮ মার্চ ২০২৪, ০৯:৪৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM
নারী দিবস উদ্‌যাপন

নারী দিবস উদ্‌যাপন © জনসংযোগ

আন্তর্জাতিক নারী দিবস আজ। ‘নারীর সম-অধিকার, সম-সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যে বিশ্বজুড়ে উদ্‌যাপিত হচ্ছে দিবসটি। এরই ধারাবাহিকতায় উত্তরা ইউনিভার্সিটির পাবলিক রিলেশন্স এবং ব্র্যান্ড-কমিউনিকেশন এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়টিতে কর্মরত সকল নারীদের সম্মানে দিবসটি উদ্‌যাপন করা হয়।

শুক্রবার (৮ মার্চ) সকাল ১১টায় উত্তরা ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী।

নারী দিবস উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, নারীদের উন্নয়ন, অগ্রগতি, সক্ষমতা, সুস্থতা এবং তাদেরকে উৎসাহিত করার কাজ করে যাচ্ছে উত্তরা ইউনিভার্সিটি। 

অনুষ্ঠান শেষে উত্তরা বিশ্ববিদ্যালয় কর্মরত সকল নারী কর্মকর্তা কর্মচারীদের বিশেষ উপহার প্রদান করা হয় ইউনিভার্সিটির অফিস অব পাবলিক রিলেশন্স এন্ড ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন এর পক্ষ থেকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর হাসফিয়া বশিরউল্লাহ, প্রফেসর মমতাজ বেগম (প্রাক্তর ট্রেজারার), প্রফেসর আয়েশা বেগম, উপদেষ্টা, বাংলা বিভাগ, উত্তরা ইউনিভার্সিটি, কাজী মহিউদ্দিন, রেজিস্ট্রার, উত্তরা ইউনিভার্সিটি, মোহাম্মদ আলী, পরীক্ষা নিয়ন্ত্রক, উত্তরা ইউনিভার্সিটি, মাহমুদা বেগম, ডিন, স্কুল অব এডুকেশন এন্ড ফিজিক্যাল এডুকেশন, শারমীন আক্তার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, উত্তরা ইউনিভার্সিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডমিশন প্রমোশন এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন এর বর্তমান ডিরেক্টর ও ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর চেয়ারম্যান জনাব কাজী তারেক উল্লাহ। 

হাতিয়ায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
  • ২৫ জানুয়ারি ২০২৬
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২২ হাজার, উদ্ধার বিপুল আগ্নে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
যাত্রাবাড়ীতে মুরগিবাহী ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত
  • ২৫ জানুয়ারি ২০২৬
দীর্ঘ দুই দশক পর ফেনী যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তায় সর্বো…
  • ২৫ জানুয়ারি ২০২৬
গভীর রাতে মিরপুর বস্তিতে আগুন, স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
  • ২৫ জানুয়ারি ২০২৬