গবেষণা ব্র্যাক ইউনিভার্সিটির প্রাণ: ভিসি সৈয়দ মাহফুজুল

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
“কোয়ালিটি জার্নাল পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২৪” প্রদান অনুষ্ঠান

“কোয়ালিটি জার্নাল পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২৪” প্রদান অনুষ্ঠান © টিডিসি ফটো

ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ বলেছেন, গবেষণা ব্র্যাক ইউনিভার্সিটির প্রাণ। গবেষণা এবং সামাজিক সমস্যাগুলোর সৃজনশীল সমাধানে আমরা আমাদের এই শিক্ষক এবং গবেষকরা প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা নিরলসভাবে এই কাজ করে যাচ্ছেন। এজন্য আমরা অত্যন্ত গর্ববোধ করি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির নতুন ক্যাম্পাসে শিক্ষকদের “কোয়ালিটি জার্নাল পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২৪” প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাডেমিক উৎকর্ষ এবং ফলপ্রসূ গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়েছে।

প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা ব্র্যাক ইউনিভার্সিটিকে এই রিজিওনের শীর্ষ এবং গ্লোবাল সাউথের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ব্র্যাক ইউনিভার্সিটির গবেষণা অগ্রযাত্রায় অবদান রাখা সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, গবেষকদের ধারাবাহিকভাবে উদ্ভাবনের সাধনায় নিয়োজিত থাকতে হবে। সেখানে বিরতি দেওয়ার অর্থ হলো যা অর্জিত হয়েছে তা হারিয়ে ফেলা। অজানাকে জানার কোনো সীমা থাকতে পারে না।

তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে সর্বদা জ্ঞানের অন্বেষণ করতে আহ্বান জানান। সেই সাথে তিনি জ্ঞান আহরণে সবসময় সবার চেয়ে এগিয়ে থাকারও পরামর্শ দেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ব্র্যাক ইউনিভার্সিটির গবেষকদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে সহায়তা করবে বলেও আশ্বাস দেন স্থপতি ইয়াফেস ওসমান।

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর মাহবুব রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন রিসার্চ মেট্রিক্স কমিটির চেয়ার এবং ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ড. একেএম আবদুল মালেক আজাদ। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই কোয়ালিটি জার্নাল পাবলিকেশন অ্যাওয়ার্ড উদ্ভাবনের সংস্কৃতি, গবেষণা এবং সামাজিক দায়িত্বশীলতা গড়ে তোলার ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটির অঙ্গীকারের একটি নিদর্শন। একাডেমিক উৎকর্ষ এবং সামাজিক প্রভাব অর্জনের ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটি গবেষণাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে।

এরই স্বীকৃতিস্বরূপ ব্র্যাক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই ফলপ্রসূ গবেষণাগুলোকে সম্মাননা জানাতে এই পুরস্কার প্রদান করেছে। এই বছর স্কোপাস জার্নালের প্রথম প্রান্তিকের শীর্ষ ১০ শতাংশে থাকা ৭৮টি গবেষণার জন্য ৪৩ জন গবেষককে সম্মাননা প্রদান করা হয়েছে।

ঢাবির বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার ফল কবে, যা জানা যাচ্ছে
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাবিতে চাঁদাবাজির প্রমাণাদি বড় পর্দায় দেখাবেন ডাকসু নেতা
  • ২৫ জানুয়ারি ২০২৬
ভারত থেকে এলো ১২৫ টন বিস্ফোরক
  • ২৫ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে তারেক রহমান, পলোগ্রাউন্ড মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
সেন্টমার্টিনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ ছাত্রলীগ নেতার ব…
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিদেশি স্কোয়াশ চাষে কৃষক সেলিমের সাফল্য
  • ২৫ জানুয়ারি ২০২৬