মানারাত ইউনিভার্সিটির ফার্মেসি ৩৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত

  © সংগৃহীত

জমকালো আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের ৩৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের খেলার মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইইই বিভাগের প্রধান কে. এম. আক্তারুজ্জামান, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান মো. মামুন উদ্দীন, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রাকিব আল-মামুন, মো. রেজাউল করিম, রিক্তা বানু, ৩৬তম ব্যাচের অ্যাডভাইসর ড. আহাদ আলী, ডেপুটি রেজিস্ট্রার মো. আলমগীর হোসেন প্রমুখ। 

‘নৈতিক শিক্ষার অপর নাম জাতির মেরুদÐ’ উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান বলেন, পানির অপর নাম জীবন- এ কথাটা সম্পূর্ণ সত্য নয়। সত্য হলো বিশুদ্ধ পানির অপর নাম জীবন। তেমনিভাবে শুধু শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, নৈতিক শিক্ষার অপর নামই হচ্ছে জাতির মেরুদণ্ড। এই নৈতিকতা শিক্ষাকেই মানারাত প্রধান বিবেচনার বিষয় হিসেবে বিবেচনা করে। 

তিনি বিদায়ী ছাত্র-ছাত্রীদেরকে পেশাগত জীবনেও মানারাতের শেখানো নৈতিক শিক্ষাকে ধারণ করে জীবন গড়ার আহবান জানিয়ে বলেন, তোমাদেরকে কর্মজীবনে হয়তো বলতে পারে খাদ্যে ভেজাল দিতে অথবা মেয়াদোত্তীর্ণ ওষুধের মোড়কে নতুন তারিখ বসিয়ে নতুন করে বাজারে ছাড়তে। সেখানে তুমি যদি ওই নির্দেশের প্রতিবাদ করতে পার তবেই মানারাতের শেখানো এই জ্ঞান স্বার্থক হবে। 

সভাপতির বক্তৃতায় বিদায়ী ছাত্র-ছাত্রীদেরকে শেকড় ভুলে না যাওয়ার আহবান জানিয়ে বলেন, তোমরা যখন সফলতার আকাশ ছোঁবে, পা যেন মাটিতেই থাকে। শেকড় ভুলে যাবে না। মানারাতের শেখানো জ্ঞানই হলো এই শেকড় তোমাদের। 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানকে ফুল দিয়ে বরণ করে নেন ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী-সহ সংশ্লিষ্ট বিভাগের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ। 

পরে বিদায়ীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুরাতনদের মাঝে ২৮ তম ব্যাচের মাহমুদুন্নবী রিংকু এবং বর্তমানদের মাঝে ৩৯তম ব্যাচের মোহতাসিম, ৪৩তম ব্যাচের জাহিদ হাসান ও অ্যানি। এছাড়া বিদায়ী ছাত্র-ছাত্রীদের মাঝে অনুভুক্তি ব্যক্ত করে বক্তব্য রাখেন রুকনুজ্জামান ও সজিব আলী। 

সবশেষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান বিদায়ী ছাত্র-ছাত্রীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন এবং বিদায়ী ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কেক কাটেন। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুপুরের খাবারের বিরতির পর ফার্মেসি বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপলক্ষে জমকালো আয়োজনে সাজানো হয় বিশ্ববিদ্যালয়ের আশুলিায়া ক্যাম্পাস।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence