ইউআইটিএসে ইংরেজি বিভাগের মিলনমেলা অনুষ্ঠিত

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM

© সংগৃহীত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নাঈমা আফরিনের সভাপতিত্বে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ইংরেজি বিভাগের ২৮ তম ব্যাচ(কেব্দ্রীয় -৫১) কর্তৃক আয়োজিত  প্রথম সেমিস্টার সমাপনী উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত সকল ক্লান্তি ভুলে গিয়ে নতুন বছর, নতুন উদ্দীপনার মাধ্যমে সাহিত্য চর্চার ব্রত নিয়ে অনুষ্ঠিত হয় এই মিলনমেলা। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান  এবং লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন  সৈয়দা আফসানা ফেরদৌসি। এছাড়া বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতির মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান আরও প্রানবন্ত হয়ে উঠে। 

অতিথিবৃন্দদের শিক্ষার্থীরা উষ্ণ অভ্যর্থনা জানায় এবং এরপর অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য রাখেন ও ব্যাচ ২৮ কে এতো বড় আয়োজনের জন্য উৎসাহিত ও প্রসংশা করেন। প্রথম সেমিস্টার সমাপন উপলক্ষে সপ্তাহব্যাপী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন সাজানো হয় এবং সেখানে ইনডোর স্পোর্টস এর আয়োজন করা হয়েছিলো যেখানে শিক্ষক- শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। বক্তব্য প্রদানের পর  অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে মেডেল ও ক্রেস্ট প্রদান করেন।

পুরস্কার বিতরনীর পর ব্যাচের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। সাংস্কৃতিক ধারা ও মননে উন্নীত ইংরেজি বিভাগের ব্যাচ ২৮ তাদের প্রতিভার প্রতিফলন ঘটায়। তারা আবৃত্তি, গান, নাচ, কৌতুকের মধ্য দিয়ে শেষ করে তাদের আয়োজন।পরিচিত সব মুখের ভিড়ে এবং মনোমুগ্ধকর এক অনুষ্ঠান আয়োজন করার মাধ্যমে অভিজ্ঞতা, শীতের এই তীব্রতা ও রিক্ততা ছাপিয়ে পরিবেশকে যেনো উষ্ণ করে তুলেছিলো।

অনুষ্ঠানের প্রথম অংশ সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া তাবাসসুম তনু। এরপর সঞ্চালনায় ২৮ ব্যাচের আফ্রিদি ও সুমাইয়া ছিল অনবদ্য। সর্বোপরি আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করতে হিমেল, মুনজির, আফ্রিদি, সুরভি, ফাহিমাসহ ব্যাচের বেশ কিছু শিক্ষার্থীর এবং ২৮ ব্যাচের এডভাইজর ও ইংরেজি বিভাগের প্রভাষক শুভ দাসের  প্রানোচ্ছল প্রচেস্টা সত্যিই প্রশংসনীয় ছিল। 

ডাকসু নিয়ে মন্তব্য, দুঃখ প্রকাশ করে যা বললেন সেই জামায়াত নে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে …
  • ২৫ জানুয়ারি ২০২৬
সরকারি হচ্ছে আরও একটি স্কুল
  • ২৫ জানুয়ারি ২০২৬
বেতনভাতা বৃদ্ধি সঙ্গে সঙ্গে ঘুষসহ অবৈধ লেনদেনও বাড়ে, বোঝা ব…
  • ২৫ জানুয়ারি ২০২৬
রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোন লাভ হবে না: তার…
  • ২৫ জানুয়ারি ২০২৬
হাদির ঘটনা কেবল ব্যক্তি হত্যা নয়, রাষ্ট্রীয় ব্যর্থতা ও বিচা…
  • ২৫ জানুয়ারি ২০২৬