ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের নির্বাচন ৭ ফেব্রুয়ারি

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM

© সংগৃহীত

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তথ্যপ্রযুক্তি নির্ভর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্সেস। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পরিচিত ও সুনাম অর্জনকারী বিভাগ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। এ বিভাগের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সকল ধরনের সৃজনশীলতা বৃদ্ধি ও বিনোদনের জন্য প্রতিষ্ঠিত হয়েছে ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব (ইউসেক)।

ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব (ইউসেক)। কার্যনির্বাহী কমিটির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও ইউআইটিএস এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক মো. হাসান ইমাম গত ৩১ জানুয়ারি নির্বাচনী একটি লিখিত বিজ্ঞপ্তি মাধ্যমে দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধিকে জানিয়েছেন যে, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্সেস এর সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব (ইউসেক) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার তার নির্বাচনী তফসিলে বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা আগামী ৪ ফেব্রুয়ারি সকাল ১০ টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করবেন এবং বিকাল ৩ টায় প্রতীক বরাদ্দ করা হবে। এছাড়া আগামী ৪ ই ফেব্রুয়ারি থেকে আগামী ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থীরা অনলাইনে নির্বাচনী প্রচারণা করতে পারবেন। এছাড়াও নির্বাচনী বিভিন্ন প্রকার বিধিমালা ঘোষণা করা হয়েছে।

ইউআইটিএস এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত সকল শিক্ষার্থীরা ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব (ইউসেক) নির্বাচনে ভোট প্রদান করতে পারবেন।

সেকেন্ড সেমিস্টারের রিফাত বলেন, সামনেই যে নির্বাচন আসছে এই নির্বাচনের মাধ্যমে সকলেই তাদের নিজেদের প্রার্থীকে খুঁজে নিতে পারছে এবং আমাদের সকলের মাঝে একটা পরিচয়ের বন্ধন তৈরি হচ্ছে।

ইউসেকর ইনফরমেশন এন্ড টেকনোলজি সেল সচিব জহির উদ্দিন বাবর বলেন , আসন্ন নতুন কমিটিতে আমার প্রত্যাশা যারা ক্লাবে কাজ করার  প্রতি অনেক বেশি আগ্রহী তারাই যেন সুযোগ পায়। বিশেষ করে সিনিয়র পোস্টে যারা ছিল তারা যেন নতুনদের কে নিয়ে কাজ করার মনোভাব থাকে তারই প্রত্যাশা করি।

ডাকসু নিয়ে মন্তব্য, দুঃখ প্রকাশ করে যা বললেন সেই জামায়াত নে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে …
  • ২৫ জানুয়ারি ২০২৬
সরকারি হচ্ছে আরও একটি স্কুল
  • ২৫ জানুয়ারি ২০২৬
বেতনভাতা বৃদ্ধি সঙ্গে সঙ্গে ঘুষসহ অবৈধ লেনদেনও বাড়ে, বোঝা ব…
  • ২৫ জানুয়ারি ২০২৬
রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোন লাভ হবে না: তার…
  • ২৫ জানুয়ারি ২০২৬
হাদির ঘটনা কেবল ব্যক্তি হত্যা নয়, রাষ্ট্রীয় ব্যর্থতা ও বিচা…
  • ২৫ জানুয়ারি ২০২৬